এবার সেনা জওয়ানদের ট্রাক আটকালো কলকাতা পুলিশ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সেনা বনাম মমতা সরকারের মধ্যে সংঘাত তুঙ্গে। সোমবার ফোর্ট উইলিয়াম থেকে এসে মেয়ো রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দেয় সেনা। আর তার পরদিনই রাইটার্স বিল্ডিংয়ের সামনে সেনার ট্রাক আটকায় কলকাতা পুলিশ। ফলে ফের সেনা ও পুলিশের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এল।
পুলিশ সূত্রে জানা গেছে, হেয়ার স্ট্রিট থানার এলাকায় ওই ট্রাকটি বিপজ্জনকভাবে আসছিল এবং সিগন্যালও অমান্য করে। অভিযোগ, ট্রাফিক আইন ভাঙার কারণেই ট্রাফিক কন্ট্রোলাররা ট্রাকটিকে থামান। ঘটনাচক্রে সেনা ট্রাকটির পিছনেই যাচ্ছিলেন কলকাতার নগরপাল মনোজ ভার্মা তাঁর কনভয়ে। নগরপালের কনভয়ের উপস্থিতির কারণে পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে ওঠে।
তবে সেনার পক্ষ থেকে পুলিশের অভিযোগ সম্পূর্ণ খারিজ করা হয়েছে। ট্রাকে থাকা এক জওয়ান জানান, নগরপালের গাড়ি পিছনে ছিল তা তাঁদের জানা ছিল না। তিনি বলেন, “ট্রাকটি অনেক ধীর গতিতেই চলছিল। এখানে একটি বিভাজন রয়েছে, তা বোঝা যাচ্ছিল না। রেড লাইট থাকলেও আমরা অন্যদিকে যাচ্ছিলাম।”
ঘটনার জেরে সেনা সূত্রে খবর, ফোর্ট উইলিয়ামের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেন জওয়ানরা। পরে ইস্টার্ন কমান্ডারের পক্ষ থেকে এক আধিকারিককে ঘটনাস্থলে পাঠানো হয়। জানা গেছে, সেনার ট্রাকটি হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়ার কথা ছিল। তবে শেষমেশ বিবাদী বাগের সামনে সেনা ও পুলিশ কর্তাদের আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়।
মেয়ো রোড থেকে শুরু হওয়া দ্বন্দ্বের আবহে রাইটার্সের সামনে সেনা-পুলিশের এই সংঘাত নতুন মাত্রা যোগ করেছে। এখন নজর ফোর্ট উইলিয়াম ও লালবাজার—দুই দফতরের শীর্ষ কর্তারা কী সিদ্ধান্ত নেন তার দিকে।


