দোলের সকালেই অনুব্রতর দিল্লি যাত্রা, গোবর-গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করা হলো আসানসোল জেল চত্বর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: গরু পাচার মামলার গত বছর রাখি পূর্ণিমার দিন গ্রেফতার করা হয়েছিল তৃণমূল নেতা অনুব্রত মন্ডলকে। আর আজকে দোল পূর্ণিমার সকালে জেরার জন্য দিল্লিকে নিয়ে যাওয়া হলো তাকে। এদিন অনুব্রতকে জেল থেকে নিয়ে যাওয়ার পরে সংশোধনাগার চত্বর গোবর, গঙ্গাজল দিয়ে শুদ্ধ করে বিজেপি কর্মীরা।
দীর্ঘ টানবাহানার পরে মঙ্গলবার সকাল ৬ টা ৪০ মিনিট নাগাদ রাজ্য পুলিশের নিরাপত্তায় আসানসোল জেল থেকে বের করা হয় অনুব্রত মন্ডলকে। তারপর তাকে নিয়ে আসা হয় জোকার ইএসআই হাসপাতালে। হাসপাতাল থেকে অনুব্রতর ফিটনেক সার্টিফিকেট মেলার পরে তাকে তুলে দেওয়া হয় ইডির হাতে।
এদিন সকালে অনুব্রত মণ্ডলকে জেল থেকে বের করার পরে বিজেপির নেতাকর্মীরা বালতি ভর্তি জল, গোবর, গঙ্গাজল নিয়ে হাজির হন। গঙ্গাজল ছিটিয়ে, গোবর দিয়ে ঝাড়-পোস করে জেল চত্বর এবং আশপাশের এলাকা শুদ্ধিকরণ করেন তারা।
তারা জানান, গরু পাচার মামলায় আটক করে হয়েছে অনুব্রত মণ্ডলকে। তার মত দাগি আসামিকে এখানে রাখার ফলে জায়গাটা অপবিত্র হয়ে গিয়েছিল। তাই শুদ্ধিকরণ করা হলো। এরপরেই আবির খেলায় মেতে ওঠেন তারা।

