Tuesday, December 2, 2025
Latestরাজ্য​

Agnimitra Paul : বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মাসে ৩ হাজার টাকা, পাকা বাড়ি, জমির পাট্টা, চাকরি দেওয়া হবে: অগ্নিমিত্রা পাল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। ২০২৬ বাংলার বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তোড়জোড়।

আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের প্রতিশ্রুতি, ‘পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের মাসে ৩ হাজার টাকার অন্নপূর্ণা ভাণ্ডার, পাকা বাড়ি, জমির পাট্টা, চাকরি দেওয়া হবে।’

অগ্নিমিত্রা পাল বলেন, ‘তৃণমূল জমানায় শুধু লক্ষ্মীর ভাণ্ডারই মিলবে। আর কিছু মিলবে না। পানীয়জলের অভাব, রাস্তার বেহাল দশা, নেই জলনিকাশি ব্যবস্থা। রাস্তায় আলো নেই। বাংলায় চাকরি নেই। বেহাল স্বাস্থ্য পরিষেবা। হাসপাতালে ওষুধ নেই। সবখানেই দুর্নীতি আর দুর্নীতি। মন্ত্রী থেকে নেতা সবাই জেল খেটেছেন। তৃণমূল সরকারকে উৎখাত করতেই হবে। ডবল ইঞ্জিন সরকার গঠন করতে পারলে দুর্নীতি মুক্ত হবে রাজ্য। রাজ্যবাসীকে পরিষেবা দেওয়া হবে।’