মোদীর চিন সফরের আগে চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে সীমান্ত ইস্যুতে আলোচনা করলেন অজিত ডোভাল
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মোদীর চিন সফরের আগে ভারত-চিনের মধ্যে সীমান্ত ইস্যু নিয়ে দীর্ঘ আলোচনা। মঙ্গলবার দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-এর মধ্যে বৈঠকে সীমান্ত ইস্যুতে গঠনমূলক আলোচনা করেছেন।
ডোভাল বৈঠকে বলেন, গত অক্টোবরে সামরিক অচলাবস্থা কাটিয়ে ওঠার পর থেকে সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রয়েছে, যার সুফল পেয়েছে উভয় দেশ। তাঁর মতে, এর ফলে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি হয়েছে। দুই দেশের বিশেষ প্রতিনিধি ব্যবস্থার অধীনে এটি ছিল ২৪তম দফার বৈঠক।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও জানান, আগামী ৩১ অগস্ট ও ১ সেপ্টেম্বর চিনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিতব্য সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরে যাবেন বেজিং। এর আগে ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজান শহরে মোদী ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং মুখোমুখি হয়েছিলেন। গালওয়ান সংঘর্ষের পর সেটিই ছিল দুই দেশের শীর্ষ নেতৃত্বের প্রথম সাক্ষাৎ।
লাদাখ সীমান্ত ইস্যুতে সাম্প্রতিক কিছু অগ্রগতির কথাও উল্লেখ করেছেন ডোভাল। জানা গিয়েছে, গতবছরের শেষের দিকে লাদাখের ডেমচকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে প্রায় সাড়ে চার বছর পর ফের টহল শুরু করে ভারতীয় সেনা। ২০২০ সালের সংঘাতের আগে যে অবস্থান পর্যন্ত ভারতীয় সেনা টহল দিত, বর্তমানে সেই সীমা পর্যন্তই টহল দেওয়া হচ্ছে। একই সঙ্গে, ডেপস্যাং ও ডেমচক থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল ২০২৪ সালের দিওয়ালির আগেই।
ভারত-চিন সম্পর্কের এই নতুন অধ্যায়কে বিশেষজ্ঞরা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। সীমান্তে শান্তি বজায় রেখে দুই দেশ যদি আস্থা ও সহযোগিতার পরিবেশকে জোরদার করতে পারে, তবে তা শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


