Aishwarya Rai : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বর্য
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থিতে শ্রী সত্য সাই বাবার জন্মশতবার্ষিকী উদযাপন ঘিরে জমকালো অনুষ্ঠানের আয়োজন। সেই মঞ্চেই একসঙ্গে দেখা গেল ভারতীয় আইকন—বলিউড তারকা ঐশ্বর্য রাই বচ্চন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে। ভক্ত-অনুরাগী, অতিথি এবং উপস্থিত দর্শকদের নজর কেড়েছে ঐশ্বর্যর এক বিশেষ মুহূর্ত—মঞ্চে প্রধানমন্ত্রী মোদীর পা ছুঁয়ে প্রণাম জানান ঐশ্বর্য। প্রধানমন্ত্রীও তাঁকে আশীর্বাদ করেন।
VIDEO | Puttaparthi, Andhra Pradesh: Actor Aishwarya Rai Bachchan touches feet of PM Modi during the birth centenary celebrations of Sri Sathya Sai Baba.
(Source: Third Party)
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/bciaDVyAlu
— Press Trust of India (@PTI_News) November 19, 2025
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবেগঘন ভাষণে ভালোবাসা, ভক্তি ও মানবধর্মের কথা স্মরণ করালেন ঐশ্বর্য। তিনি বলেন—“শ্রী সত্য সাই বাবার পবিত্র আগমনের ১০০ বছর উদযাপন করতে গিয়ে, আমরা যেন তাঁর ঐশ্বরিক বার্তা পুনরায় স্মরণ করি। সকলের প্রতি ভালোবাসা, সকলের সেবা—এই শিক্ষাই আমাদের পথ দেখাক। একটাই জাতি মানবজাতি, একটাই ধর্ম ভালোবাসার ধর্ম। একটাই ভাষা হৃদয়ের ভাষা। একজনই ঈশ্বর, যিনি সর্বত্র বিরাজমান। সাই রাম। জয় হিন্দ।”
প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা বাড়িয়ে দিল বলে জানান তিনি। ঐশ্বর্য বলেন—“এই বিশেষ উপলক্ষকে সম্মান জানাতে আজ এখানে থাকার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার জ্ঞানগর্ভ এবং অনুপ্রেরণাদায়ক কথাগুলো শোনার অপেক্ষায় রয়েছি।”
ঐশ্বর্য আরও উল্লেখ করেন, “আপনার উপস্থিতি এই শতবর্ষ উদযাপনকে আরও পবিত্র করে তুলেছে। আমাদের স্মরণ করিয়ে দিয়েছে স্বামীজির বার্তা—সত্যিকারের নেতৃত্ব হলো সেবা, মানুষের সেবা মানেই ঈশ্বরের সেবা।”
বক্তব্যে ঐশ্বর্য সত্য সাই বাবার প্রচারিত ‘পাঁচটি ডি’-র কথাও স্মরণ করেন—শৃঙ্খলা, নিবেদন, ভক্তি, দৃঢ়তা এবং বিবেচনা—যা অর্থপূর্ণ জীবনের মূল ভিত্তি।
উল্লেখ্য, ঐশ্বর্য রাই বচ্চন ছোটবেলা থেকেই সত্য সাই বাল বিকাশ প্রোগ্রামের ছাত্রী, এবং বহুবার প্রকাশ্যে সাই বাবার প্রতি তাঁর গভীর অনুরাগের কথা বলেছেন।


