ম্যাঙ্গালোর ছাত্র সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল ABVP
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের ছাত্র রাজনীতিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে চলেছে। এবার ম্যাঙ্গালোর ছাত্র সংসদ নির্বাচনে ৬ পদের ৬ টিতেই জয়লাভ করেছে এবিভিপি। এছাড়া এবিভিপি (ABVP) উত্তরাখণ্ডের ডিএভি কলেজে ছাত্র সংসদ নির্বাচনেও জয়লাভ করেছে।
BIG BREAKING 🚨 ABVP clean sweeps all 6 posts in Mangaluru Students Union elections.
HUGE BREAKING 🚨 ABVP also wins DAV College Student Union Elections in Uttarakhand. pic.twitter.com/V69tp0zfDT
— Times Algebra (@TimesAlgebraIND) September 27, 2025