Sunday, January 11, 2026
Latestদেশ

স্নাতক পড়ুয়াদের মাসে ১,০০০ টাকা, ৩৭ লাখ মহিলাকে ৮ হাজার টাকা, বছরের প্রথম দিনেই একগুচ্ছ প্রকল্পের ঘোষণা হিমন্তবিশ্ব শর্মার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে নতুন বছরের প্রথম দিনেই একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করল অসম সরকার। পড়ুয়া, মহিলা ও রেশনভোগীদের জন্য আর্থিক সহায়তা ও ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে নতুন প্রকল্প ‘বাবু আসনি’। এই প্রকল্পের আওতায় স্নাতক স্তরে পড়ুয়া যোগ্য পুরুষ ছাত্রদের প্রতি মাসে ১,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

এর আগে ২০২৪ সালে সরকার চালু করেছিল ‘নিজুত মইনা’ প্রকল্প, যার মাধ্যমে উচ্চমাধ্যমিক থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত ছাত্রীদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এই প্রকল্পের মূল লক্ষ্য মেয়েদের পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং বাল্যবিবাহ রোধ।

এবার ‘অরুণোদই’ প্রকল্পের অর্থপ্রদানেও বিশেষ পরিবর্তনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ফেব্রুয়ারি মাসে নিয়মিত মাসিক টাকা দেওয়া হবে না। পরিবর্তে আগামী ২০ ফেব্রুয়ারি প্রতিটি উপভোক্তা এককালীন ৮,০০০ টাকা পাবেন, যা আগাম বোহাগ বিহু উপহার হিসেবে দেওয়া হবে। বর্তমানে এই প্রকল্পের আওতায় প্রায় ৩৭ লক্ষ মহিলা রয়েছেন।

এছাড়াও খাদ্য ভর্তুকি বাড়ানোর ঘোষণা করেছে রাজ্য সরকার। চলতি মাস থেকেই রাজ্যের ২.৪৪ কোটি রেশনভোগী প্রতি রেশন কার্ডে এক কেজি করে মসুর ডাল, চিনি ও নুন মোট ১০০ টাকায় কিনতে পারবেন। উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বর মাসে এই তিনটি সামগ্রীর ভর্তুকি মূল্য ছিল ১১৭ টাকা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা ভোটের মুখে এই ঘোষণাগুলির স্পষ্ট রাজনৈতিক তাৎপর্য রয়েছে। তাদের বক্তব্য, সরকার লক্ষ্যভিত্তিক ভোটব্যাঙ্ককে সামনে রেখেই এই প্রকল্পগুলি ঘোষণা করেছে। যদিও এই উদ্যোগে উপকৃত হচ্ছেন বহু মানুষ, তবে ক্রমবর্ধমান আর্থিক চাপ নিয়ে প্রশ্নও উঠছে।

গত এক বছরে অসম সরকার আরও একাধিক প্রকল্প চালু করেছে। এর মধ্যে রয়েছে—  

১. মুখ্যমন্ত্রী উদ্যোগিতা অভিযান, যেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তিন বছরে সর্বোচ্চ ৮৫,০০০ টাকা বীজ পুঁজি ।

২. জীবন প্রেরণা প্রকল্প, যেখানে সরকারি প্রতিষ্ঠানের সদ্য পাশ করা স্নাতকদের এক বছর মাসিক ২,৫০০ টাকা প্রদান।  

৩. রাজ্য ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের গবেষকদের জন্য এককালীন ২৫,০০০ টাকা অনুদান ।

৪. রাজ্যের ৬.৮ লক্ষ চা বাগান শ্রমিককে এককালীন ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা‌।

বিধানসভা নির্বাচনের আগে এই ধারাবাহিক ঘোষণা অসমের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।