Monday, January 19, 2026
Latestরাজ্য​

Vande Bharat Sleeper Class train: কলকাতা-গুয়াহাটির মধ্যে চলবে বন্দে ভারত স্লিপার ট্রেন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইংরেজি নতুন বছরের শুরুতেই বাংলার জন্য বড় সুখবর দিল রেল মন্ত্রক। কলকাতা–গুয়াহাটির মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন চালুর ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জানুয়ারির দ্বিতীয় ভাগে এই অত্যাধুনিক ট্রেনের উদ্বোধন হতে পারে। রেলমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরিষেবার উদ্বোধন করবেন।

এ দিন অশ্বিনী বৈষ্ণব বলেন, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই বন্দে ভারত স্লিপার পরিষেবা চালু করার লক্ষ্য রয়েছে। সম্ভাব্য ১৮ বা ১৯ জানুয়ারি থেকে ট্রেনটি চলতে পারে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কাছে দিনক্ষণ চেয়ে আবেদন জানানো হয়েছে এবং দু’-তিন দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।

কলকাতা থেকে গুয়াহাটির মধ্যে চলবে এই বন্দে ভারত স্লিপার ট্রেন। মোট ১৬টি কোচ নিয়ে গঠিত হবে এই ট্রেন। এর মধ্যে থাকবে ১১টি থ্রি টিয়ার এসি, ৪টি টু টিয়ার এসি এবং একটি ফার্স্ট ক্লাস এসি কোচ। পুরো ট্রেনটিই হবে শীতাতপ নিয়ন্ত্রিত। যাত্রী নিরাপত্তার জন্য থাকছে আধুনিক ‘কবচ’ নিরাপত্তা ব্যবস্থা এবং ইমার্জেন্সি টক-ব্যাক সিস্টেম।

রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি হাওড়া থেকে ব্যান্ডেল, কাটোয়া হয়ে মালদা টাউন পৌঁছবে। সেখান থেকে এনজেপি ছুঁয়ে নিউ কোচবিহার ও নিউ বঙ্গাইগাঁও হয়ে শেষ পর্যন্ত গুয়াহাটিতে পৌঁছবে বন্দে ভারত স্লিপার। এই রুটে পশ্চিমবঙ্গ ও অসমের একাধিক গুরুত্বপূর্ণ জেলা সংযুক্ত হবে।

এই ট্রেন চালু হলে অসমের কামরূপ মেট্রোপলিটন ও বঙ্গাইগাঁও জেলার সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়বে। পাশাপাশি পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার যাত্রীরা উপকৃত হবেন।

কখন চলবে ট্রেন—সেই বিষয়েও ইঙ্গিত দিয়েছেন রেলমন্ত্রী। তাঁর কথায়, সন্ধ্যাবেলা কলকাতা থেকে ছেড়ে পরদিন সকালে গুয়াহাটিতে পৌঁছনোর মতো সময়সূচি নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। ফলে দীর্ঘ দূরত্বের রাতের যাত্রায় যাত্রীদের আরাম ও সময় সাশ্রয়—দু’টিই নিশ্চিত হবে।

কলকাতা–গুয়াহাটি বন্দে ভারত স্লিপার চালু হলে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে বলেই মনে করছে রেল মহল।