একটা সিগারেট হবে ৭২ টাকা; ১ ফেব্রুয়ারি থেকে সিগারেট, বিড়ি, পান মশলার দাম বাড়ছে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নতুন কর কাঠামোর ফলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে সিগারেট, বিড়ি, তামাকজাত পণ্য ও পানের মশলার দাম আরও বাড়তে চলেছে। বুধবার কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ১ ফেব্রুয়ারি থেকেই তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত আবগারি শুল্ক ও নতুন সেস কার্যকর হবে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, পানের মশলা, সিগারেট, তামাক ও তামাকজাত পণ্যের উপর ৪০ শতাংশ জিএসটি ধার্য করা হবে। অন্যদিকে বিড়ির ক্ষেত্রে জিএসটি হার থাকবে ১৮ শতাংশ। এই জিএসটির উপরেই আলাদা করে নতুন কর বসবে।
নতুন ব্যবস্থায় পানের মশলার উপর আরোপ করা হচ্ছে Health and National Security Cess। পাশাপাশি, সিগারেট ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে বসবে অতিরিক্ত আবগারি শুল্ক (Additional Excise Duty)। এই নতুন করগুলি জিএসটির অতিরিক্ত হিসেবেই নেওয়া হবে।
এর ফলে বর্তমানে যে জিএসটি ক্ষতিপূরণ সেস (Compensation Cess) তামাক ও পানের মশলার উপর নেওয়া হয়, তা ১ ফেব্রুয়ারি থেকে সম্পূর্ণভাবে তুলে দেওয়া হবে। অর্থাৎ, পুরনো সেসের জায়গায় আসছে নতুন কর ও সেস।
এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রক আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে জানানো হয়েছে, Chewing Tobacco, Jarda Scented Tobacco and Gutkha Packing Machines (Capacity Determination and Collection of Duty) Rules, 2026 কার্যকর করা হচ্ছে। এই নিয়মের মাধ্যমে তামাকজাত পণ্যের উৎপাদন ক্ষমতার উপর ভিত্তি করে কর আদায়ের ব্যবস্থা আরও কড়াকড়ি করা হবে।
উল্লেখ্য, গত ডিসেম্বরে সংসদে দুটি বিল পাশ করানো হয়েছিল, যার মাধ্যমে পানের মশলার উপর নতুন Health and National Security Cess এবং তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত আবগারি শুল্ক আরোপের অনুমোদন দেওয়া হয়। বুধবার সরকার সেই বিল কার্যকর করার দিন হিসেবে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করল।
নতুন কর কাঠামোর জেরে ফেব্রুয়ারি থেকেই বাজারে সিগারেট, বিড়ি ও পানের মশলার দাম উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতে একদিকে যেমন রাজস্ব আদায় বাড়বে, তেমনই জনস্বাস্থ্যের স্বার্থে তামাকজাত পণ্যের ব্যবহার কমানোই সরকারের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।


