Amit Shah: টার্গেট বঙ্গবিজয়, রণকৌশল ঠিক করতে সোমবার ৩ দিনের কলকাতা সফরে অমিত শাহ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করতে সোমবার ৩ দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার পর্যন্ত রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব, পদাধিকারী, সাংসদ, বিধায়ক এবং কলকাতা মহানগরীর দলীয় নেতৃত্বের সঙ্গে একের পর এক সাংগঠনিক বৈঠক করবেন তিনি। তবে এবারের সফরে কোনও জনসভা নেই অমিত শাহর।
বর্ষশেষের মুখে ভোটমুখী বাংলায় এই সফরকে ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের আগে বিজেপির সংগঠনকে আরও মজবুত করাই এই সফরের মূল লক্ষ্য। দলীয় সূত্রে জানা যাচ্ছে, নির্বাচনী কৌশল, প্রচারের অভিমুখ এবং রাজনৈতিক বার্তা—এই তিন বিষয়ে প্রাথমিক দিকনির্দেশ দিয়ে যাবেন অমিত শাহ।
এই সফরের শেষ দিনে কলকাতার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে একটি বিশেষ সাংগঠনিক সভা করবেন। সেখানে কলকাতা মহানগরীর মণ্ডল, জোন ও জেলার কার্যকর্তা এবং রাজ্য নেতৃত্ব উপস্থিত থাকবেন। বিজেপি সূত্রের দাবি, গত লোকসভা নির্বাচনে কলকাতার ৪৫টি ওয়ার্ডে বিজেপি এগিয়ে ছিল। পাশাপাশি আরজি কর আন্দোলন-সহ একাধিক বিক্ষোভ আন্দোলনের ফলে শাসক দলের ভোটভাণ্ডে প্রভাব পড়েছে বলে বিজেপি নেতৃত্বের ধারণা। সেই কারণেই আসন্ন বিধানসভা ভোটে কলকাতার ১৪টি বিধানসভা কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সফরসূচি অনুযায়ী, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছে সল্টলেকের বিজেপি দপ্তরে যাবেন অমিত শাহ। সেখানে প্রথমে রাজ্য বিজেপির কোর কমিটি এবং পরে নির্বাচন কমিটির সঙ্গে বৈঠক করবেন তিনি। মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলন ও মধ্যাহ্নভোজনের পর নির্দিষ্ট কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
মঙ্গলবার বিকেলে মানিকতলার কেশব ভবনে আরএসএসের উত্তর, দক্ষিণ ও মধ্যবঙ্গের শীর্ষ প্রচারক ও কার্যকর্তাদের সঙ্গে সমন্বয় বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার কলকাতার ইসকন মন্দির দর্শনের পর একটি হোটেলে রাজ্যের সাংসদ ও বিধায়কদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। এরপর দুপুরের পর সায়েন্স সিটিতে মহানগরীর সংগঠনের বৈঠকে যোগ দিয়ে সন্ধ্যার দিকে দিল্লি ফিরে যাবেন অমিত শাহ।
জনসভা না থাকলেও ধারাবাহিক সাংগঠনিক বৈঠকের মাধ্যমে বিধানসভা ভোটের আগে বিজেপির রণকৌশল চূড়ান্ত করাই যে এই সফরের প্রধান উদ্দেশ্য, তা স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


