Monday, January 19, 2026
Latestদেশ

Angel Chakma: ‘আমরা চিনা নই, আমরা ভারতীয়’, দেরাদুনে গণপিটুনিতে মৃত্যু ত্রিপুরার পড়ুয়ার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: একবিংশ শতাব্দীতেও ভয়াবহ বর্ণবিদ্বেষের শিকার হলেন ত্রিপুরার এক যুবক। চিনা নাগরিক সন্দেহে উত্তরাখণ্ডের দেরাদুনে বেধড়ক মারধর করা হয় তাঁকে। টানা ১৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে প্রাণ হারালেন ত্রিপুরার এমবিএ পড়ুয়া অ্যাঞ্জেল চাকমা (২৪)। এই ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছে ত্রিপুরা। এখনও পর্যন্ত ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, গত ৯ ডিসেম্বর দেরাদুনের সেলাকুই এলাকায় স্থানীয় বাজারে যান অ্যাঞ্জেল চাকমা ও তাঁর ভাই মাইকেল চাকমা। অভিযোগ, সেখানে ৬ জন যুবক তাঁদের ঘিরে ধরে বর্ণবিদ্বেষী মন্তব্য করতে শুরু করে। ‘চাইনিজ’ বলে কটাক্ষ ও গালিগালাজ করে দুই ভাইকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই অভিযুক্তরা ছুরি নিয়ে এলোপাথাড়ি হামলা চালায়।

হামলায় অ্যাঞ্জেলের ঘাড় ও মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় আহত হন তাঁর ভাই মাইকেলও। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে দেরাদুনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ দু’সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সমস্ত লড়াই শেষ হয়। মৃত্যু হয় অ্যাঞ্জেলের। এখনও সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন মাইকেল চাকমা।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামলাকারীদের উদ্দেশ্যে শেষবার অ্যাঞ্জেল চাকমা বলেছিলেন, “আমরা ভারতীয়। আমরা চিনা নই। সেটা প্রমাণ করতে কি আপনাদের কোনও নথি দেখাতে হবে?”

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ত্রিপুরার জনগণ ক্ষোভের আগুনে ফুঁসছেন। তাঁদের দাবি একটাই, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।