SIR প্রক্রিয়ায় CAA সার্টিফিকেট বৈধ, মতুয়া ও হিন্দু উদ্বাস্তুদের জন্য সুখবর দিল নির্বাচন কমিশন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: SIR ঘিরে উদ্বেগ বাড়ছিল পশ্চিমবঙ্গের মতুয়া ও হিন্দু উদ্বাস্তুদের মধ্যে। তাঁদেরকে বিরাট বড় সুখবর দিল নির্বাচন কমিশন। জানা গেছে, SIR প্রক্রিয়ায় গ্রহণযোগ্য ১১ টি নথির তালিকায় যুক্ত হলো CAA সার্টিফিকেট।
কেন্দ্রের মোদী সরকার বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বাস্তুহারা শরণার্থীদের আশ্রয় ও নাগরিকত্ব দিতে আইন এনেছে। তবে SIR প্রক্রিয়ায় গ্রহণযোগ্য ১১ টি নথির তালিকায় পূর্বে সিএএ সার্টিফিকেট ছিল না। এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে মতুয়া সমাজে। বিষয়টি নিয়ে আদালতে যায় আত্মদীপ। হাইকোর্ট সেই মামলা খারিজ করে দিলে সুপ্রিম কোর্টে যায়।
সুপ্রিম কোর্টে আত্মদীপ দাবি করে CAA তে নাগরিকত্ব প্রদানের সময়সীমা বেঁধে দেয়া হোক। প্রধান বিচারপতির বেঞ্চও নীতিগতভাবে আমাদের দাবীর সাথে সহমত পোষণ করেন এবং কেন্দ্র সরকারের বক্তব্য শোনার জন্য অ্যাটর্নি জেনারেল এবং সলিসিটর জেনারেলকে নোটিশ জারি করেন।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল সরকারের বক্তব্য লিখিত আকারে পেশ করার জন্যে কিছুদিন সময় চান। এরপরেই গতি পায় CAA প্রক্রিয়া। অনুমোদন পেতে থাকে পুরনো আবেদনপত্রগুলিও যেগুলির আশা আবেদনকারীরাও ছেড়ে দিয়েছিলেন। অবশেষে নির্বাচন কমিশন ঘোষণা করে, পূর্বে ঘোষিত ১১টি নথির সাথে CAA তে প্রাপ্ত নাগরিকত্বও বৈধ বলে বিবেচিত হবে।


