V V Rajesh: বাম দুর্গ কেরালায় বিজেপির থাবা! তিরুবনন্তপুরমের মেয়র হলেন বিজেপি নেতা ভি ভি রাজেশ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: কেরালার রাজনীতিতে এক উল্লেখযোগ্য মোড়। রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরম মিউনিসিপ্যাল কর্পোরেশনে প্রথমবারের মতো মেয়র পদ দখল করল বিজেপি। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা ভি ভি রাজেশ। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে এই সাফল্যকে রাজ্য রাজনীতিতে বিজেপির জন্য বড় অর্জন হিসেবে দেখছেন রাজনৈতিক মহল।
দীর্ঘদিন ধরে বাম দুর্গ হিসেবে পরিচিত তিরুবনন্তপুরমে বিজেপির এই জয় বিশেষ তাৎপর্যপূর্ণ। ভি ভি রাজেশ, যিনি বিজেপির রাজ্য সম্পাদক পদেও রয়েছেন, এদিন সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মেয়রের দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর শপথগ্রহণের মধ্য দিয়ে কর্পোরেশনের ক্ষমতায় এল গেরুয়া শিবির।
কেরালার রাজনৈতিক ইতিহাসে মূলত সিপিআইএম নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ)-এর মধ্যেই ক্ষমতার লড়াই সীমাবদ্ধ ছিল। সেই প্রেক্ষাপটে রাজধানী শহরের কর্পোরেশনে বিজেপির উত্থান রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল বলে মত বিশ্লেষকদের। তাঁদের মতে, এই জয় আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সংগঠন ও কর্মী-সমর্থকদের মনোবল উল্লেখযোগ্যভাবে বাড়াবে।
এই সাফল্যে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দলের সাধারণ সম্পাদক এবং কেরলের ভারপ্রাপ্ত নেতা শিবরাজ সিং চৌহান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ ভি ভি রাজেশকে অভিনন্দন জানিয়ে লেখেন, “কেরল বিজেপির জন্য এক গৌরবোজ্জ্বল দিন।”
অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, ‘এই জয় কেরলের মানুষের বিজেপির প্রতি ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের রাজনীতির প্রতি সমর্থনের ইঙ্গিত।’
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এটি শুধু একটি কর্পোরেশনের ক্ষমতা দখল নয়, বরং কেরালার রাজনীতিতে বিজেপির ক্রমবর্ধমান প্রভাবের স্পষ্ট বার্তা। বিধানসভা নির্বাচনের আগে রাজধানী শহরের মেয়র পদ জয় বিজেপির কাছে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে রইল। এখন দেখার, এই সাফল্যকে ভিত্তি করে রাজ্যের বৃহত্তর রাজনীতিতে দল কতটা প্রভাব বিস্তার করতে পারে।


