Monday, January 19, 2026
Latestরাজ্য​

Parno Mittra: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নতুন বছরের আগেই দল বদল করলেন টলি অভিনেত্রী পার্নো মিত্র। বিজেপি ছেড়ে শুক্রবার আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিলেন তিনি। অভিনেত্রীর কথায়, ৬ বছর আগে করা রাজনৈতিক ভুল সংশোধন করতেই তাঁর এই সিদ্ধান্ত।

শুক্রবার সকাল থেকেই পার্নোর দলবদল নিয়ে গুঞ্জন শুরু হয়। বেলা সাড়ে ১২ টা নাগাদ তৃণমূলের সদর দফতরে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য ও জায়প্রকাশ মজুমদারের উপস্থিতিতে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন তিনি।

দলে যোগ দেওয়ার পর পার্নো মিত্র বলেন, “গতকাল বড়দিন ছিল, তার শুভেচ্ছা। আজ আমার জন্য একটা বড় দিন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তাঁর আশীর্বাদে আমার নতুন পথচলা শুরু হল। এই পথে আমি দিদির সঙ্গে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে যেতে চাই।”

এরপর বিজেপি ছাড়ার কারণ ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, “৬ বছর আগে বিজেপিতে যোগ দিয়েছিলাম। যেভাবে ভেবেছিলাম, সেভাবে বিষয়টা এগোয়নি। মানুষ ভুল করেই থাকে। সেই ভুল সংশোধনের সময় এসেছে বলেই আজ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সদস্য হয়ে নিজেকে ধন্য মনে করছি।” পাশাপাশি তিনি জানান, দীর্ঘদিন ধরে যারা তাঁর পাশে ছিলেন, তাঁদের সমর্থনই আগামী দিনে তাঁর সবচেয়ে বড় শক্তি হবে।

উল্লেখ্য, ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন পার্নো মিত্র। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়াই করলেও তৎকালীন তৃণমূল প্রার্থী তাপস রায়ের কাছে পরাজিত হন তিনি। পরে তাপস রায় নিজেও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন।

চলচ্চিত্র জগতেও পরিচিত মুখ পার্নো মিত্র। ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘বেডরুম’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘রাজকাহিনী’, ‘আলিনগরের গোলকধাঁধা’, ‘অপুর পাঁচালি’, ‘অঙ্ক কী কঠিন’ সহ একাধিক সিনেমাতে অভিনয় করেছেন তিনি।