49th International Kolkata Book Fair: ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় স্থান পাবে না বাংলাদেশের বুক স্টল
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বর্তমানে অশান্ত বাংলাদেশ। একের পর এক ভারতবিরোধী মন্তব্য করে চলেছেন বাংলাদেশের নেতারা। হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে- পুড়িয়ে খুন করা হয়েছে। এইসব ঘটনাকে কেন্দ্র করে এবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় তৈরি হল প্রশাসনিক জটিলতা। ২০২৬ সালের বইমেলায় বাংলাদেশি বুক স্টল থাকছে না জানালো বইমেলা কর্তৃপক্ষ।
কলকাতা বইমেলা কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের বিদেশ মন্ত্রকের অনুমোদন বা ছাড়পত্র ছাড়া এবছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় কোনও বাংলাদেশি স্টল বরাদ্দ করা হবে না।
প্রতি বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলাকে ঘিরে দেশ-বিদেশের বইপ্রেমীদের আগ্রহ থাকে তুঙ্গে। রাজ্য ও জেলার প্রকাশনীর পাশাপাশি একাধিক বিদেশি দেশের প্রকাশনাও নিয়মিতভাবে এই মেলায় অংশ নেয়। তবে আসন্ন ২০২৬ সালের বইমেলায় সেই চিত্রে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে ভারত–বাংলাদেশ সম্পর্কের মধ্যে কূটনৈতিক টানাপড়েন তৈরি হয়েছে। তার প্রভাব এবার পড়ল বইমেলাতেও।
জানা গেছে, বাংলাদেশের হাইকমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বুক স্টল রাখার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। তবে সেই অনুরোধে সরাসরি সম্মতি দেয়নি বইমেলা কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, বিদেশি কোনও দেশের প্রকাশনা বা স্টল বরাদ্দের ক্ষেত্রে নির্দিষ্ট কূটনৈতিক নিয়ম ও প্রশাসনিক প্রোটোকল মেনে চলা বাধ্যতামূলক।
বইমেলা কর্তৃপক্ষের স্পষ্ট দাবি, ভারত সরকারের বিদেশ মন্ত্রকের লিখিত অনুমোদন ছাড়া বাংলাদেশি বুক স্টল বরাদ্দ করা সম্ভব নয়। শুধুমাত্র হাইকমিশনের অনুরোধের ভিত্তিতে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না বলেও জানানো হয়েছে। কর্তৃপক্ষের মতে, আন্তর্জাতিক অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে নির্ধারিত নিয়মের অমান্য করলে ভবিষ্যতে জটিলতা তৈরি হতে পারে।
এই পরিস্থিতিতে নজর বিদেশ মন্ত্রকের সিদ্ধান্তের দিকে। ছাড়পত্র মিললে পরিস্থিতি বদলাতে পারে কি না, তা নিয়েই জল্পনা চলছে। তবে আপাতত ২০২৬ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশি বুক স্টল না থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
উল্লেখ্য, ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২২ জানুয়ারি, ২০২৬ তারিখ থেকে শুরু হতে চলেছে। এ বছরের থিম কান্ট্রি হল ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা।
বইমেলা ২২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সল্টলেকের করুণাময়ীর বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। লেখক, শিল্পী, পণ্ডিত এবং কবিদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বইমেলার উদ্বোধন করবেন।
বর্তমানে আন্তর্জাতিক কলকাতা বইমেলা হল বিশ্বের বৃহত্তম অংশগ্রহণকারী নন-ট্রেড বই উৎসব। ২০২৫ সালে শেষ বইমেলায় ২৭ লক্ষ বইপ্রেমী এসেছিলেন এবং বই বিক্রির পরিমাণ ছিল ২৩ কোটি টাকা।
আসন্ন বইমেলায় গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, পেরু, কলম্বিয়া, জাপান, থাইল্যান্ড এবং অন্যান্য ল্যাটিন আমেরিকান দেশ অংশগ্রহণ করবে। এছাড়াও, ভারতের অন্যান্য রাজ্য, যেমন দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র, বিহার, আসাম, ঝাড়খণ্ড, কর্ণাটক, ওড়িশা, ত্রিপুরা এবং অন্যান্য রাজ্য থেকে প্রকাশিত বইগুলি উপস্থিত থাকবে।


