Monday, December 22, 2025
Latestদেশ

‘দীপু দাসের খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতেই হবে, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন’, বাংলাদেশকে কড়া বার্তা ভারতের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে পিটিয়ে- পুড়িয়ে খুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলো ভারত। রবিবার ভারতের বিদেশমন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ‘অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতেই হবে। অশান্ত পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে ভারত।’

বিদেশমন্ত্রক জানিয়েছে, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন ভারত। দীপু দাস হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ভারত। বাংলাদেশ সরকারকে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার কথা জানানো হয়েছে।’

এদিকে বাংলাদেশে হিন্দু যুবককে খুনের ঘটনায় দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে ২০–২৫ জন যুবক অংশ নেন। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান তারা। নিরাপত্তা বাহিনী সঙ্গে সঙ্গে ব্যারিকেড করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।