Metro Rail Network: ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্ক, প্রথমে রয়েছে কোন দেশ?
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আর মাত্র কয়েক বছরের অপেক্ষা! ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্কের দেশ হতে চলেছে। বর্তমানে ভারত তৃতীয় স্থানে রয়েছে। শনিবার ভোপাল মেট্রোর অরেঞ্জ লাইনের একটি নতুন করিডোর উদ্বোধনের সময় কেন্দ্রীয় বিদ্যুৎ ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টর এই আশা প্রকাশ করেন।
বর্তমানে চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘতম মেট্রো রেল নেটওয়ার্ক রয়েছে। চিনের মেট্রো লাইনের মোট দৈর্ঘ্য প্রায় ১১ হাজার কিলোমিটার। মার্কিন যুক্তরাষ্ট্রে মেট্রো লাইনের মোট দৈর্ঘ্য প্রায় ১,৪০০ কিলোমিটার।
ভারতের মেট্রো নেটওয়ার্ক প্রায় ১,০৯০ কিলোমিটার। ২৬টি শহরজুড়ে মেট্রো বিস্তৃত। অর্থাৎ চিনের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ভারত।
ভারতের বিভিন্ন শহরে প্রায় ৯০০ কিলোমিটার মেট্রো প্রকল্প বর্তমানে পরিকল্পনা পর্যায়ে অথবা নির্মাণাধীন রয়েছে। এগুলো চালু হলে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে দ্বিতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্কে পরিণত হবে।
ভোপাল মেট্রোর অরেঞ্জ লাইনের এই নতুন করিডোর আনুমানিক ২,২২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। করিডোরে ৮টি স্টেশন রয়েছে। মনোহর লাল খট্টর বলেন, “সরকার নগরীর বায়ু দূষণ এবং যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস করার পরিকল্পনা করছে। মেট্রোর মতো আরামদায়ক ব্যবস্থা তৈরি করলে মানুষ ব্যক্তিগত যানবাহন থেকে গণপরিবহনে স্থানান্তরিত হবে। এটি অর্জনের লক্ষ্যে, আরও মেট্রো লাইন নির্মাণ করা হবে।”


