Monday, December 22, 2025
Latestদেশ

Maharashtra: মহারাষ্ট্রের পুর নির্বাচনে বিরাট জয় পেল বিজেপি নেতৃত্বাধীন ‘মহাযুতি’ জোট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মহারাষ্ট্রের পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে বড় জয় পেল বিজেপি নেতৃত্বাধীন জোট ‘মহাযুতি’। মোট ২৮৮টি পুরসভার সভাপতি আসনের মধ্যে বিজেপি, শিবসেনা ও এনসিপি নিয়ে গঠিত এই জোট ২০৭টি আসনে জয়লাভ করেছে। রবিবার রাতে রাজ্য নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেছে।

কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, মহাজুটির শরিক বিজেপি একক ভাবে সর্বাধিক ১১৭টি সভাপতি পদ দখল করেছে। শিবসেনা জয় পেয়েছে ৫৩টি এবং এনসিপি পেয়েছে ৩৭টি আসন। পুরসভা স্তরে এই ফলাফলকে গেরুয়া শিবিরের শক্তি বৃদ্ধির ইঙ্গিত হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

অন্য দিকে বিরোধী জোট মহাবিকাশ আঘাদি এই নির্বাচনে প্রত্যাশিত সাফল্য পায়নি। কংগ্রেস মোট ২৮টি সভাপতি আসনে জয়লাভ করেছে। এনসিপি (শরদ পওয়ার) পেয়েছে ৭টি এবং শিবসেনা (উদ্ধব ঠাকরে) শিবিরের ঝুলিতে গিয়েছে ৯টি আসন। সব মিলিয়ে মহাবিকাশ আঘাদি জোটের প্রার্থীরা ৪৪টি সভাপতি পদে জয়ী হয়েছেন।

রাজ্য নির্বাচন কমিশনের নথি অনুযায়ী, বড় দলগুলির বাইরে কমিশনের নথিভুক্ত অন্যান্য দল ৪টি সভাপতি আসনে জয় পেয়েছে। পাশাপাশি ‘অস্বীকৃত’ রাজনৈতিক দলগুলি ২৮টি এবং নির্দল প্রার্থীরা ৫টি সভাপতি পদে জয়লাভ করেছেন।

পুরসভা ও নগর পঞ্চায়েত স্তরের এই নির্বাচনী ফলাফল আগামী দিনে মহারাষ্ট্রের রাজনীতিতে শাসক জোটের অবস্থান আরও মজবুত করবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।