Monday, December 22, 2025
Latestরাজ্য​

হুগলি থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী, বৈধ নথি ছাড়া দীর্ঘদিন ধরে বসবাস

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হল পশ্চিমবঙ্গে। এবার হুগলি জেলার পান্ডুয়া এলাকা থেকে এক যুবককে পাকড়াও করল পুলিশ। অভিযোগ, অবৈধ ভাবে দীর্ঘ দিন ধরে ভারতে বসবাস করছিল ওই যুবক।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রিয়াদ হাসান। তিনি বাংলাদেশের বরিশাল জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছেন, প্রায় ৩ বছর আগে দালালের মাধ্যমে তিনি অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তার কাছে কোনও বৈধ নথিপত্র, পাসপোর্ট বা ভিসা কিছুই পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ভারতে আসার পর প্রথমে কলকাতার টালিগঞ্জ এলাকায় ছিলেন রিয়াদ। পরে তিনি হুগলি জেলায় চলে যান। গত কিছু দিন ধরে পান্ডুয়া থানার অন্তর্গত তিন্না এলাকায় বসবাস করছিলেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তারা বিষয়টি পুলিশকে জানান। অভিযোগ পেয়ে রাতেই পান্ডুয়া থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ধৃতের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও ভারতে বেআইনি ভাবে বসবাসের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে, রিয়াদ এখানে কেন এসেছিলেন এবং তার কোনও আত্মীয় বা পরিচিত ব্যক্তি অবৈধ ভাবে ভারতে রয়েছেন কি না। পাশাপাশি, কোনও চক্রের সঙ্গে তার যোগাযোগ ছিল কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার আবহে রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছেন। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, অনেকে লুকিয়ে দেশ ছাড়ার চেষ্টা করার সময় পুলিশের জালে ধরা পড়ছেন।

রবিবার ধৃত রিয়াদ হাসানকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। হুগলি গ্রামীণ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান, “বাংলাদেশের এক বাসিন্দা অবৈধ ভাবে এখানে বসবাস করছিলেন। তাকে গ্রেফতার করা হয়েছে। সে কী কারণে পান্ডুয়ায় এসেছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।”