Monday, December 22, 2025
Latestরাজ্য​

Lagnajita Chakraborty: ‘পরের অনুষ্ঠানে আমি ‘জাগো মা’ই গাইবো’, সাফ জানালেন লগ্নজিতা চক্রবর্তী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অনুষ্ঠানে গান গাইতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty)। অভিযোগ, পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একটি অনুষ্ঠানে তাঁকে গান গাইতে বাধা দেওয়া হয়। শুধু তাই নয়, মঞ্চে উঠে তাঁকে মারধর ও হেনস্থার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে তৃণমূল নেতা তথা এক স্কুলের মালিক মেহবুব মল্লিককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনা প্রসঙ্গে মুখ খুলে লগ্নজিতা জানান, অভিযুক্ত ব্যক্তি মঞ্চে উঠে তাঁকে মারার চেষ্টা করেছিলেন। যদিও তিনি আঘাত করতে পারেননি। শিল্পীর কথায়, “আমার হাতে তখন মাইক্রোফোন ছিল। উনি চিৎকার করে বলেন, ‘অনেক জাগো মা হয়েছে, এবার একটু সেক্যুলার গা।’ আমি সঙ্গে সঙ্গে দর্শকদের সামনে মাইক্রোফোনে পুরো ঘটনাটা জানাই। শান্তভাবে বলি, যা ঘটেছে, সেটা আপনারা নিজেরাই দেখেছেন। এরপর আর আমার পক্ষে গান গাওয়া সম্ভব নয়।”

এরপরই তিনি মঞ্চ থেকে নেমে ভগবানপুর থানায় গিয়ে একটি জেনারেল ডায়েরি করেন বলে জানান সঙ্গীতশিল্পী। লগ্নজিতা আরও বলেন, অভিযুক্তের নাম মেহবুব মল্লিক। তিনি জানতে পারেন, ওই স্কুলের একাধিক মালিকের মধ্যে অভিযুক্তও একজন। লগ্নজিতা বলেন, “অনুষ্ঠানে যাওয়ার পর থেকেই নানা সমস্যার কথা শুনছিলাম, কিন্তু সেগুলোর মধ্যে জড়াতে চাইনি। ঘটনার পর স্কুল কর্তৃপক্ষই তাকে নিয়ে যান। তারাই চিৎকার করে ওকে সম্ভবত ক্যাম্পাস থেকে বের করে দেন।”

১১ বছরের সংগীতজীবনে নানা অভিজ্ঞতার কথা থাকলেও, এমন ঘটনার মুখোমুখি তিনি এই প্রথম বলেই জানান শিল্পী। তাঁর কথায়, “প্রত্যেকবারই নতুন কিছু হয়, কিন্তু এই অভিজ্ঞতাটা সম্পূর্ণ আলাদা।”

এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে কি না সেই প্রশ্নের উত্তরে লগ্নজিতা জানান, তিনি গান গাওয়া বন্ধ করবেন না। তিনি বলেন, “এই পুজোয় আমার একটা নতুন গান বেরিয়েছে। ‘জাগো মা’ আমার অন্যতম প্রিয় গান। এটা আমি গাইব না, এমনটা হতেই পারে না। ২৬ তারিখ আমার আবার অনুষ্ঠান আছে। সেদিনও আমি ‘জাগো মা’ই গাইব। তবে সত্যি বলতে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। আমি গান গাইতে গিয়েছি, কাজ করতে গিয়েছি। মার খেতে তো যাইনি।”

ঘটনাটি ঘিরে শিল্পীদের নিরাপত্তা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।