Monday, December 22, 2025
Latestরাজ্য​

Lagnajita Chakraborty: পূর্ব মেদিনীপুরে স্কুলের অনুষ্ঠানে লগ্নজিতার ‘জাগো মা’ গানে আপত্তি আয়োজকদের, গ্রেফতার অভিযুক্ত তৃণমূল নেতা মেহবুব

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা মেহবুব মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, এই ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগে ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুনকুমার দে। তিনি জানিয়েছেন, এসডিপিও স্তরের এক আধিকারিক গোটা ঘটনার তদন্ত করছেন।

ঘটনাটি ঘটে ভগবানপুর থানা এলাকার সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে। শনিবার সেখানে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন লগ্নজিতা চক্রবর্তী। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন তাঁকে হেনস্থার শিকার হতে হয়। গায়িকার দাবি, ‘দেবী চৌধুরাণী’ ছবির ‘জাগো মা’ গানটি গাওয়ার কিছু ক্ষণ পরেই দর্শকাসন থেকে উঠে এসে তাঁকে মারধর করতে উদ্যত হন অনুষ্ঠানের আয়োজক মেহবুব মল্লিক। উপস্থিত অন্যেরা হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দিলেও, এরপর আর গান গাইতে পারেননি লগ্নজিতা।

লগ্নজিতার অভিযোগ, অভিযুক্ত তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন এবং কটূক্তি করেন। সেকুলার গান গাইতে বলেন। ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই গায়িকার অভিযোগের ভিত্তিতে মেহবুব মল্লিককে গ্রেফতার করা হয়। ধৃত মেহবুব ভগবানপুর থানার বেলুদিয়া গ্রামের বাসিন্দা।

ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়। বিজেপির অভিযোগ, ঘটনার পর লগ্নজিতাকে দীর্ঘ সময় ভগবানপুর থানায় বসিয়ে রাখা হয়েছিল। তাঁর অভিযোগ নেওয়া হয়নি, এমনকি অভিযুক্তকে আড়াল করার চেষ্টাও করা হয়েছিল। তবে এই অভিযোগ অস্বীকার না করেই জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে এবং কাউকেই রেয়াত করা হবে না।

জেলার ভারপ্রাপ্ত এসপি মিতুনকুমার দে জানান, শনিবারের অনুষ্ঠানের পুলিশের অনুমতি ছিল কি না, অনুমতি থাকলে অনুষ্ঠানের সময় পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল কি না খতিয়ে দেখা হবে। একই সঙ্গে, থানার ভূমিকা নিয়েও বিভাগীয় তদন্ত চলবে।

শনিবার রাতেই ভগবানপুর থানায় গিয়ে গোটা ঘটনার কথা জানান লগ্নজিতা। তাঁর দাবি, তাঁকে জেনারেল ডায়েরি করতে বলা হয় এবং সেটি তিনি করেন। তবে প্রশ্ন উঠছে, এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও কেন সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করা হয়নি। এই প্রসঙ্গে এসপি জানান, সমস্ত অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে।

গায়িকা জানান, শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ অনুষ্ঠান শুরু হয়। প্রথম তিনটি গান নির্বিঘ্নেই শেষ হয় এবং তাঁকে সংবর্ধনাও দেওয়া হয়। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ সপ্তম গান শেষ করার পর অষ্টম গানে যাওয়ার আগে দর্শকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। সেই সময়ই আচমকা দর্শকাসন থেকে উঠে এসে অভিযুক্ত তাঁকে মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ।

জেলা পুলিশের বক্তব্য, ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে বিষয়েও কঠোর পদক্ষেপ করা হবে।

তথ্যসূত্র: OP India , টাইমস্ অফ ইন্ডিয়া, NDTV