Monday, December 22, 2025
Latestআন্তর্জাতিক

Bangladesh: হাতে লাল সুতো, ভারতের ‘র’ সন্দেহে হিন্দু রিকশাচালককে মারধর বাংলাদেশে, গ্রেফতার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে-পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার বাংলাদেশে আরও একজন হিন্দু ব্যক্তিকে লাঞ্ছিত করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলায়।

জানা গেছে, রিকশাচালক গোবিন্দ বিশ্বাসের হাতে পবিত্র লাল সুতো থাকার কারণে একদল জনতা তাকে ঘিরে ধরে। তার হাতে লাল সুতো দেখার পর, কিছু লোক গুজব ছড়ায় যে সে ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর একজন এজেন্ট। ফলে ঘটনাস্থলে বিশাল জনতা জড়ো হয় এবং তাকে নির্মমভাবে লাঞ্ছিত করে।


ঝিনাইদহ জেলা পৌরসভার গেটের সামনে তাকে মারধর করা হয়। এরপর উত্তেজিত জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়। জনতার আক্রমণে গোবিন্দ বিশ্বাসের গলা ও বুকে আঘাত লাগে।

পুলিশ যখন তাকে ধরে নিয়ে যাচ্ছিল, তখন গোবিন্দ বিশ্বাস অনুনয় বিনয় করছিল, ‘আমি একজন রিকশাচালক, দয়া করে আমাকে যেতে দিন।’ কিন্তু পুলিশ তার কথা শোনেনি এবং তাকে ছেড়ে দিতে অস্বীকৃতি জানায়। তাকে ঝিনাইদহ সদর থানায় রাখা হয়েছে।


পুলিশ স্টেশন থেকে প্রকাশিত একটি ভিডিওতে একজনকে বলতে শোনা যায় যে তার ফোনে ‘রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ লেনদেন’ হয়েছে। ভিডিওতে দেখা না যাওয়া ওই ব্যক্তি আরও বলেন, গোবিন্দকে আটক করার সময় ভারত থেকে আকাশ নামে একজন ফোন করেছিলেন। তবে গোবিন্দ স্পষ্ট করে বলেন যে আকাশ তার পরিচিত একজন।

ঝিনাইদহ থানার ওসি এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপাল বিশ্বাস দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করতেন। ভারতে তার বন্ধুবান্ধব আছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে তার কথিত যোগসূত্র আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

তথ্যসূত্র: OP India , আমার দেশ