Sunday, December 21, 2025
Latestরাজ্য​

PM Modi: ‘তৃণমূল সরকারের ‘কাটমানি ও কমিশনের’ কারণে পশ্চিমবঙ্গের উন্নয়ন থমকে আছে’, অভিযোগ মোদীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূলের ‘মহা জঙ্গলরাজ’ শেষ করবে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেন, বিহারের জনগণ ‘জঙ্গলরাজ’-এর শাসন প্রত্যাখ্যান করেছে। তারা বিজেপি-এনডিএকে আগের চেয়ে বিপুল ভোটে জিতিয়েছে। এবার আমরা বাংলায় তৃণমূলের ‘মহা জঙ্গলরাজ’-এর অবসান ঘটাব। পশ্চিমবঙ্গে দুর্নীতি, স্বজনপ্রীতি, তোষণের রাজনীতি রাজত্ব করছে।”

মোদী বলেন, “তৃণমূল আমার এবং বিজেপির যত ইচ্ছা বিরোধিতা করুক, কিন্তু বাংলার অগ্রগতি বন্ধ করা উচিত নয়।” 

প্রধানমন্ত্রীর অভিযোগ, অনুপ্রবেশকারীদের জন্য তৃণমূল SIR এর বিরোধিতা করছে। অনুপ্রবেশকারীদের প্রিয় তৃণমূল। তোষণের রাজনীতির জন্য তৃণমূল অনুপ্রবেশকারীদের চিহ্নিত করছে না।”

মোদী বলেন, “কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকা দিতে প্রস্তুত। তবে তৃণমূল সরকারের ‘কাটমানি ও কমিশনের’ কারণে সেগুলি আটকে আছে।”