Thursday, November 27, 2025
Latestদেশ

SSC Case : ‘একজন ‘দাগি’কেও চাকরি নয়’, সাফ জানালো সুপ্রিম কোর্ট; SSC-র সব মামলা ফিরলো কলকাতা হাইকোর্টে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: স্কুল সার্ভিস কমিশন (SSC) সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠালো সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়ে দেয়, আপাতত এ বিষয়ে সুপ্রিম কোর্ট আর কোনও মামলা শুনবে না। এসএসসি-র নিয়োগ সংক্রান্ত সব সিদ্ধান্ত এখন হাইকোর্টই নেবে। প্রয়োজনে পরে শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়া যাবে।

এর পাশাপাশি, ‘দাগি’ চাকরিপ্রার্থীদের নিয়ে সুপ্রিম কোর্ট আরও এক বার স্পষ্ট বার্তা দিয়েছে— একজনও দাগি প্রার্থীকে নিয়োগ দেওয়া যাবে না। এমনকি তারা প্রতিবন্ধী হলেও, সেই বিষয়ে কোনও ব্যতিক্রম নয়।

দাগি প্রার্থীদের সুযোগ দেওয়া যাবে না: সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ

অভিযোগ ছিল, নতুন নিয়োগপ্রক্রিয়ায় এসএসসি কিছু ‘দাগি’ প্রতিবন্ধী চাকরিপ্রার্থীকেও সুযোগ দেওয়া যেতে পারে বলে ব্যাখ্যা করেছিল। কমিশনের দাবি ছিল, হাইকোর্টের রায় পড়ে তাদের মনে হয়েছে প্রতিবন্ধী দাগি প্রার্থীদের নতুন করে আবেদন করার সুযোগ দেওয়া যেতে পারে। এমনকি তারা চাকরিও পেতে পারেন।

কিন্তু সুপ্রিম কোর্ট বুধবার তা খারিজ করে দেয়। আদালত জানায়, দাগি হিসাবে যারা চিহ্নিত, তাদের কোনও অবস্থাতেই নতুন নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না। এতে কোনও ব্যতিক্রম বা ছাড় হতে পারে না, এমনকি প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রেও নয়।

২০১৬-র প্যানেল বাতিল

২০১৬ সালের প্যানেল দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে। ফলে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। আদালত নির্দেশ দেয় নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ করতে হবে। সেই সঙ্গে দাগি প্রার্থীদের বেতন ফেরত দেওয়ার কথাও বলা হয়েছিল।

এসএসসি নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করলেও মেধাতালিকা প্রকাশের পর ফের জটিলতা তৈরি হয়। একাধিক মামলা ওঠে সুপ্রিম কোর্টে।

সব মামলা ফিরলো হাইকোর্টে

শীর্ষ আদালত বুধবার জানিয়ে দিয়েছে, এসএসসি-র নিয়োগ সংক্রান্ত সমস্ত বিচারাধীন মামলা কলকাতা হাইকোর্টই শুনবে। সুপ্রিম কোর্ট আপাতত এ বিষয়ে আর দিকনির্দেশ দেবে না। তবে হাইকোর্টের রায়ে সমস্যা থাকলে পরে আবার সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ থাকবে।