X new feature : এক্সের নয়া ফিচারে বড়সড় পর্দা ফাঁস; মোদী, হিন্দু-বিরোধী অ্যাকাউন্ট পরিচালিত হচ্ছে বিদেশ থেকে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মে নতুন ফিচার ‘About This Account’ যুক্ত হয়েছে। নয়া ফিচারে এক্স অ্যাকাউন্ট তৈরির তারিখ, লোকেশন দেখা যাচ্ছে। আর এতেই বড়সড় পর্দা ফাঁস। দেখা যাচ্ছে, মোদী সরকার এবং হিন্দুবিদ্বেষী অ্যাকাউন্টগুলির বেশিরভাগই বিদেশ থেকে পরিচালনা করা হচ্ছে।
এই ঘটনায় ভারতীয় রাজনৈতিক মহলে তোলপাড়। এই ফিচার ব্যবহারকারীর প্রোফাইলে দেখাচ্ছে অ্যাকাউন্টের আসল অবস্থান, কতবার ইউজারনেম বদলানো হয়েছে, অ্যাকাউন্টের প্রাথমিক তৈরি হওয়ার তারিখ এবং অ্যাপ ডাউনলোড সংক্রান্ত তথ্য। আর এই স্বচ্ছতা-উদ্যোগই একাধিক বিদেশি অপারেশনকে প্রকাশ্যে এনে দিয়েছে।
বিদেশ থেকে মোদী ও হিন্দুবিদ্বেষী প্রচার?
বিজেপির অভিযোগ, ভারতের বিরুদ্ধে প্রচার চালানো বহু এক্স অ্যাকাউন্ট আসলে পাকিস্তান, বাংলাদেশ এবং এশিয়ার অন্যান্য দেশ থেকে পরিচালিত হচ্ছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য দাবি করেছেন, ‘‘ভারতের সমাজ মাধ্যমে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে আন্তর্জাতিক স্তরে সংগঠিত একটি প্যাটার্ন কাজ করছে।’’
মালব্যর অভিযোগ— বিরাট সংখ্যক কংগ্রেস-সমর্থক, হিন্দু-বিরোধী, জাতপাতভিত্তিক প্রচারকদের হ্যান্ডল ভারত থেকে নয়, বিদেশে বসে পরিচালিত হচ্ছে। তাদের অনেকেই পরিচয় গোপন রাখতে বারবার নাম বদলাচ্ছে।
নতুন ফিচারে পর্দা ফাঁস
এই ফিচারের ফলেই সামনে এসেছে বহু অ্যাকাউন্ট, যারা নিজেদের ভারতীয় পরিচয় দাবি করলেও, প্রকৃত অবস্থান দেখাচ্ছে বিদেশে।
@ChaturvediSwat — নিয়মিত মোদী সরকারের বিরুদ্ধে পোস্ট করে। এক্স জানাচ্ছে, অ্যাকাউন্টের অবস্থান পাকিস্তান।
‘Diya Sharma’ ও ‘Yashita Nagpal’ — দু’জনেই সরকার-বিরোধী পোস্ট করেছেন। লোকেশন: পাকিস্তান।
Indian Muslim Archive / @Rustum_0 — বিভ্রান্তিকর ইতিহাস-সংক্রান্ত পোস্ট করে; লোকেশন দেখাচ্ছে ‘South Asia’।
@Tractor2twitr_P — কৃষক আন্দোলন এবং শিখ রাজনীতি নিয়ে সক্রিয়। প্রোফাইলে লিখেছিল লুধিয়ানা থেকে, কিন্তু প্রকৃত লোকেশন—অস্ট্রেলিয়া।
একইভাবে বহু অ্যাকাউন্ট, যেগুলি ভাষা, জাতপাত ও সাংস্কৃতিক বিভাজনের বক্তব্য ছড়ায়, তাদের অবস্থান দেখা গিয়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে।
বিজেপির দাবি: ‘ভারত-বিরোধী সংগঠিত চক্রান্ত’
এই তথ্য সামনে আসতেই বিজেপির তরফে বলা হয়েছে, এটি ভারতের বিরুদ্ধে সমন্বিত বৈশ্বিক অপারেশন। এদের উদ্দেশ্য-
* ভারতীয় রাজনীতিতে প্রভাবিত করা।
* ভুল তথ্য ছড়ানো
* দেশের অভ্যন্তরীণ বিভাজন বাড়ানো
* অশান্তি পাকানো
মালব্যর বক্তব্য, ‘ভারত-বিরোধী ষড়যন্ত্র উন্মোচিত।’
তিনি বলেন, কংগ্রেসপন্থী, হিন্দু-বিরোধী এবং বিভেদ সৃষ্টিকারী বর্ণভিত্তিক বিপুল সংখ্যক হ্যান্ডেল ভারত থেকে পরিচালিত হচ্ছে না। অধিকাংশই পাকিস্তান, বাংলাদেশ, এশিয়া ও বিশ্বের অন্যান্য অংশ থেকে পরিচালিত হচ্ছে। তারা নিজেদের পরিচয় গোপন করার জন্য একাধিকবার তাদের নাম পরিবর্তন করেছেন।
মালব্য বলেন, ‘এরা ভারতের রাজনীতিকে প্রভাবিত করা, ভুল তথ্য ছড়ানো এবং অশান্তি পাকানোর চেষ্টা করছে। ভারতের বিরুদ্ধে এই ষড়যন্ত্র এখন উন্মোচিত।’
যুক্তরাষ্ট্রেও আলোড়ন
এই ফিচার কেবল ভারতে নয়, আমেরিকাতেও আলোড়ন তৈরি করেছে। দেখা গেছে, ট্রাম্প-সমর্থক বহু রাইট-উইং অ্যাকাউন্টও আসলে নাইজেরিয়া, বাংলাদেশ বা পূর্ব ইউরোপ থেকে পরিচালিত হচ্ছে।
‘IvankaNews_’ — ট্রাম্পের মেয়েকে কেন্দ্র করে গড়া ফ্যান অ্যাকাউন্ট। অনুসারী এক মিলিয়নেরও বেশি। কিন্তু লোকেশন—নাইজেরিয়া, আর ২০১০ থেকে ইউজারনেম বদলানো হয়েছে ১১ বার।
কেন এই ফিচার?
এক্স জানিয়েছে, অনলাইন বট ও ভুয়ো পরিচয়ের সমস্যা বাড়ছে। নতুন ফিচারের উদ্দেশ্য—
* ভুয়ো এনগেজমেন্ট কমানো
* অ্যাকাউন্টের স্বচ্ছতা বাড়ানো


