Blind Women’s T20 Cricket World Cup : দৃষ্টিহীন মহিলা টি-২০ বিশ্বকাপ জিতলো ভারত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: কলম্বোর পি সারা ওভালে রবিবার ইতিহাস গড়লো ভারতের দৃষ্টিহীন নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো অনুষ্ঠিত দৃষ্টিহীন উইমেন’স টি-২০ বিশ্বকাপের ফাইনালে নেপালকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত।
টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। নেপাল ২০ ওভারে পাঁচ উইকেটে ১১৪ রান করে। পুরো ইনিংসে নেপাল মাত্র একটি বাউন্ডারি মারতে সক্ষম হয়—যা ভারতের পূর্ণ আধিপত্যকেই স্পষ্ট করে। নেপালের হয়ে সর্বোচ্চ রান এল কেবল ছোট ছোট জুটির ওপর ভর করে।
জবাবে ব্যাটিংয়ে নেমে ভারত শুরু থেকেই ম্যাচ নিজেদের দখলে নেয়। মাত্র ১২ ওভারেই তিন উইকেট হারিয়ে ১১৭ রান তুলে নেয় তারা। ভারতের হয়ে ফুলা সারণ অপরাজিত ৪৪ রানে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।
এর আগে শনিবার প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পরাজিত করে ভারতের মেয়েরা। অপর সেমিফাইনালে নেপাল পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল।
এদিকে, আয়োজক শ্রীলঙ্কার টুর্নামেন্ট অবশ্য একেবারেই ভালো যায়নি। ৫ টি প্রিলিমিনারি ম্যাচের মধ্যে তারা জিতেছে মাত্র একটি—যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।
প্রথম আসরেই অপরাজেয় চ্যাম্পিয়ন ভারত—দৃষ্টিহীন ক্রিকেটে নারীদের নতুন দিগন্ত উন্মোচন করল এই সাফল্য।


