Sunday, November 23, 2025
Latestদেশ

Amit Shah : ‘অনুপ্রবেশকারীদের বাঁচাতে SIR এর বিরোধিতা করছে কিছু রাজনৈতিক দল’, মমতাকে কড়া আক্রমণ অমিত শাহের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গে আপাতত SIR স্থগিত রাখার দাবি জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই এই ইস্যুতে কড়া আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

অমিত শাহ বলেন, ‘অনুপ্রবেশ বন্ধ করা শুধু দেশের নিরাপত্তার জন্যই জরুরি নয়, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে দূষণমুক্ত করার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুর্ভাগ্যবশত, কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের রক্ষার উদ্দেশ্যে পথে নেমেছে। নির্বাচন কমিশন ভোটার তালিকায় যে শুদ্ধিকরণের কাজ করছে, সেই কাজের বিরোধিতা করছে তারা।’

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR প্রক্রিয়া চলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অভিযোগ, SIR আসলে বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র। ইতিমধ্যেই এ বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।