Sunday, November 23, 2025
Latestদেশ

Al-Falah University Chairman : এবার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার বাড়ি গুঁড়িয়ে দেওয়ার নোটিশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাভেদ আহমেদ সিদ্দিকির আদি বাড়ি গুঁড়িয়ে দেওয়ার নোটিশ। ইন্দোরের এমএইচওডব্লিউ (MHOW) ক্যান্টনমেন্ট বোর্ড এই নির্দেশ দিয়েছে। ‘মৌলানা বিল্ডিং’ নামেই চারতলা বাড়িটিকেই গুঁড়িয়ে দেওয়ার নোটিশ পাঠিয়েছে ক্যান্টনমেন্ট বোর্ড। অভিযোগ, বাড়িটির মালিকানা হস্তান্তর না হওয়ায় এবং অনুমতি ছাড়াই সংস্কার কাজ হওয়ায় এটি আইনত বেআইনি নির্মাণ হিসেবে বিবেচিত হয়েছে।

বাড়িটির ইতিহাস ও অভিযোগ

১৯৯০ সালে নির্মিত চারতলা এই বাড়িটি তৈরি করেছিলেন জাভেদ আহমেদ সিদ্দিকির বাবা, প্রয়াত মহম্মদ হাম্মাদ সিদ্দিকি। ২৫টি জানলা ও একটি বৃহৎ বেসমেন্টসহ বিশাল এই ভবন বহু বছর ধরেই এলাকায় পরিচিত স্থাপনা। কিন্তু ক্যান্টনমেন্ট বোর্ডের দাবি, মালিক মারা যাওয়ার পরও এই বাড়ির রেজিস্টার্ড মালিকানা পরিবর্তন করা হয়নি। বিধি অনুযায়ী, ক্যান্টনমেন্ট এলাকায় কোনও নির্মাণ বা সংস্কারের অনুমতি কেবলমাত্র রেজিস্টার্ড টাইটেলহোল্ডারকেই দেওয়া যায়। ফলে বর্তমান বাড়িটি আইনের চোখে বেআইনি।

বোর্ডের ইঞ্জিনিয়ার হরিশঙ্কর কালোয়া জানিয়েছেন, “বিল্ডিংটি এখনও হাম্মাদ সিদ্দিকির নামে। তিনি প্রয়াত। মালিকানা পরিবর্তন হয়নি। এই অবস্থায় যে কোনও নির্মাণ বা রক্ষণাবেক্ষণ বেআইনি।”

আর্থিক দুর্নীতির অভিযোগ ও সিদ্দিকি পরিবারের পলায়ন

২০০০ সালে বিনিয়োগের নামে টাকা নিয়ে তা ফেরত না দেওয়ার অভিযোগ ওঠে সিদ্দিকি পরিবারের বিরুদ্ধে। পাওনাদারদের চাপ বাড়তে থাকায় মধ্যপ্রদেশের মোহতে অবস্থিত নিজেদের জন্মভিটে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন জাভেদ আহমেদ সিদ্দিকি ও তার পরিবার। সেই সময় থেকেই ‘মৌলানা বিল্ডিং’ কার্যত পরিত্যক্ত অবস্থায় রয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি।

দিল্লি বিস্ফোরণের তদন্তে নতুন মোড়

১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়। দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হওয়া এই ঘটনায় গ্রেফতার হওয়া কয়েকজনের সঙ্গে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের যোগসূত্র পাওয়া গেছে। এর পর থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি নজরে আসে সিদ্দিকি পরিবারও।

তদন্তে পুরনো আর্থিক লেনদেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের যোগাযোগ এবং পরিবারের সম্পত্তির উৎস—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।