Nitish Kumar: বৃহস্পতিবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ কুমার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিহারে ফের সরকার গঠন করছে জেডিইউ–বিজেপি জোট। NDA জোটের নেতা হিসেবে নির্বাচিত হলেন জেডিইউ নেতা নীতীশ কুমার। এরপরই রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের হাতে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। নতুন করে সরকার গঠনের দাবিও জানান। বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ।
দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিহার পরিচালনার দায়িত্ব তাঁরই হাতে বেশি সময় থেকেছে। নতুন মেয়াদ পূর্ণ করতে পারলে তিনি সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের দীর্ঘ ২৪ বছরের মুখ্যমন্ত্রীত্ব রেকর্ড স্পর্শ করবেন।
সূত্র অনুযায়ী, নীতীশ কুমারের সঙ্গে মোট ২২ জন মন্ত্রী শপথ নেবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিজেপিশাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা। ২২ জনের তালিকায় বিজেপির ৯ বিধায়ক রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন বিদায়ী উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা। এই নয়জনের মধ্যে আটজনই আগের মন্ত্রীসভায় দায়িত্বে ছিলেন।
সহযোগী দলগুলিও মন্ত্রিত্ব পেতে চলেছে। চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি, জিতনরাম মাঝির হিন্দুস্তান আওয়ামী মোর্চা এবং উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা—এই তিন দল থেকেই একজন করে বিধায়ককে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে। তবে মূল মন্ত্রিসভায় সিংহভাগ স্থান পাচ্ছে জেডিইউ। তাদের ১০ জন বিধায়ক এবার মন্ত্রী হচ্ছেন, যাদের মধ্যে ৮ জনই ছিলেন বিদায়ী সরকারে।
২০২৫-এর বিহার নির্বাচনে এনডিএ উল্লেখযোগ্য জয় পায়। মোট ২৪৩ আসনের মধ্যে ২০২টি আসন পেয়ে তারা সংখ্যাগরিষ্ঠতা পায়। বিপরীতে, আরজেডি–কংগ্রেস–বিকাশশীল ইনসান পার্টি–বাম জোটের মহাগঠবন্ধন মাত্র ৩৫টি আসন পায়। ২০১৫ সালে যেখানে আরজেডি একাই ৭৫টি আসন পেয়েছিল, সেখানে এবার বিরোধী জোটের আসনসংখ্যা দাঁড়ালো সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজনীয়তা থেকে ১২ আসন কমে।


