Tuesday, November 11, 2025
Latestদেশ

উত্তরপ্রদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী যোগীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তরপ্রদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এখন থেকে বাধ্যতামূলকভাবে ‘বন্দে মাতরম’ গাইতে হবে। সোমবার গোরক্ষপুরে একতা যাত্রায় ভাষণ দিতে গিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর বক্তব্য, “জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’-এর প্রতি সম্মান প্রদর্শন করা প্রতিটি ভারতীয়ের দায়িত্ব। তাই রাজ্যের সমস্ত স্কুল ও কলেজে এটি গাওয়া বাধ্যতামূলক করা হচ্ছে।”

মুখ্যমন্ত্রীর দাবি, বর্তমানে দেশে ধর্ম ও জাতের নামে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। সমাজকে ভাঙার উদ্দেশ্যে ‘নতুন জিন্না’ তৈরির ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। যোগীর কথায়, “এমন বিভাজনের রাজনীতি রুখতে হলে দেশের ঐক্য ও জাতীয়তাবাদের প্রতীক হিসেবে ‘বন্দে মাতরম’-এর চেতনা নতুন করে জাগিয়ে তুলতে হবে।”

উল্লেখ্য, গত শুক্রবার ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে উত্তরপ্রদেশে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে যোগী বলেন, “১৮৭৫ সালে রচিত এই গান শুধু একটি স্তোত্র নয়, এটি ভারতের স্বাধীনতার চেতনার প্রতীক। সংস্কৃত ও বাংলার মিশ্রণে রচিত এই গান অখণ্ড ভারতবর্ষকে একত্রিত করেছিল। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের সময়ও এই গানই মানুষকে ঐক্যের মন্ত্র দিয়েছিল।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, ”বন্দে মাতরম’ আমাদের স্বাধীনতার চিরন্তন মন্ত্র। জাতীয় স্তোত্রের প্রতি সম্মান জানানো মানে দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা জানানো। তাই আগামী দিনে কোনও শিক্ষা প্রতিষ্ঠান এই নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”