Tuesday, November 11, 2025
Latestদেশ

‘অনুপ্রবেশকারীরা কোনওদিন মুখ্যমন্ত্রী নির্বাচন করতে পারবে না, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানো হবে’, বার্তা অমিত শাহের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ১১ নভেম্বর বিহারে দ্বিতীয় দফার নির্বাচনকে সামনে রেখে শনিবার পূর্ণিয়ায় প্রচারে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে ফের একবার অনুপ্রবেশকারীদের পুশব্যাক করার বার্তা দিলেন তিনি। তাঁর কড়া বক্তব্য— “দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কে হবেন, তা অনুপ্রবেশকারীরা নির্বাচন করতে পারবে না।”

অমিত শাহ বলেন, “অনুপ্রবেশকারীরা জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বড়সড় হুমকি। রাহুল গান্ধী ও লালু যাদবের দল ভোটব্যাঙ্কের রাজনীতি করতে পারে, কিন্তু আমাদের কাছে বিহার সীমান্ত সংলগ্ন এলাকার নিরাপত্তা ও ভবিষ্যৎ অনেক বেশি গুরুত্বপূর্ণ।”

অমিত শাহ সাফ বলেন, “আগামী ৫ বছরের মধ্যে সমস্ত অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাদের নিজেদের দেশে পাঠানো হবে। এটা রাজনীতির বিষয় নয়, জাতীয় নিরাপত্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বলেছিলেন, বাংলায় SIR প্রক্রিয়ায় কারও নাম বাদ গেলে তিনি আন্দোলনে নামবেন। সেই প্রসঙ্গে অমিত শাহ বলেন, “বিহারেও তো একই হুমকি দেওয়া হয়েছিল। কী হয়েছে? সবাই কাগজ জমা দিয়েছেন, ভোটও হবে। বাংলাতেও তাই হবে। প্রথমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে, তারপর ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে, সবশেষে পুশব্যাক করা হবে। এটা বিজেপির ঘোষিত লক্ষ্য।”

তিনি আরও বলেন, “যাদের নাম বাদ যাবে বা যারা অনুপ্রবেশকারী, তাদের কোথায় পাঠানো হবে সেটা সময়ই বলবে। আপনারা শুধু দেখতে থাকুন।”

SIR ইস্যুতে বিরোধিতা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর মন্তব্যের জবাবে অমিত শাহ বলেন, “দেশে SIR এই প্রথমবার হচ্ছে না। ১৯৫৩ সালেই প্রথমবার হয়েছিল। অর্থাৎ রাহুল গান্ধীর ঠাকুমার বাবা, ঠাকুমা, বাবা এবং মায়ের সময়ও SIR হয়েছে। সম্ভবত রাহুল গান্ধী এই সত্যিটা জানেন না।”

অমিত শাহের মতে, “SIR হল ভোটার তালিকার শুদ্ধিকরণ প্রক্রিয়া। দীর্ঘদিনে অনেকে মারা যান, কেউ অন্যত্র চলে যান, ফলে অনেকের নাম একাধিক জায়গায় থেকে যায়। তাই এই শুদ্ধিকরণ জরুরি।”