গ্রেফতার দুর্গাপুর গণধর্ষণ কান্ডের মূল অভিযুক্ত সফিকুল শেখ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দুর্গাপুর মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর গণধর্ষণ কাণ্ডে পুলিশের তদন্তে গতি এসেছে। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সব অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে গ্রেফতার করা হয়েছে এই মামলার শেষ অভিযুক্ত সফিকুল শেখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজড়া এলাকার গোপালমাঠ থেকে তাকে আটক করা হয়।
এর আগে রবিবার গভীর রাতে ধরা পড়ে দুর্গাপুর নগরনিগমের অস্থায়ী কর্মী নাসিরউদ্দিন শেখ। দু’জনকেই আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে। তদন্তকারীদের দাবি, সফিকুল শেখই এই ঘটনার মূল অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই সফিকুল এলাকায় গা ঢাকা দিয়ে ছিল। রাতভর তল্লাশি চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় তদন্ত দল। তবে ঘটনার বিস্তারিত বিবরণ বা জিজ্ঞাসাবাদের অগ্রগতি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পুলিশ।
এই ঘটনায় পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে তদন্ত চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। শনিবার রাতে অভিযোগ দায়ের হওয়ার পর থেকে টানা তল্লাশি, নজরদারি ও জিজ্ঞাসাবাদ চালিয়ে সোমবার সকালে শেষ অভিযুক্তকে ধরতে সক্ষম হয় পুলিশ।
রাজ্য সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের এক সিনিয়র আধিকারিক বলেন, “মাত্র দু’দিনের মধ্যে সব অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এবার মামলার দ্রুত কিনারার দিকেই আমরা এগোচ্ছি।”
এই ঘটনায় জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মেডিক্যাল কলেজের পড়ুয়ারা ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।