‘একজন ভোটারের নাম বাদ গেলে এক লাখ লোক নিয়ে কমিশনের অফিস ঘেরাও করা হবে’, হুঁশিয়ারি কুণাল ঘোষের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল। শনিবার তৃণমূলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের স্পষ্ট হুঁশিয়ারি, “একজন প্রকৃত ভোটারের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে, তবে পশ্চিমবঙ্গ থেকে এক লক্ষ মানুষকে নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে।”
কুণাল ঘোষ বলেন, “এসআইআর নিয়ে এককাট্টা থাকুন। মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। তৃণমূল পরিবার সঙ্গে আছে। একজন আসল ভোটারের নাম যদি বাদ যায়, তাহলে দিল্লিতে এক লক্ষ লোক নিয়ে যাব।”
তিনি অভিযোগ করেন, “বিজেপি এখন ভোটার তালিকায় কারচুপি করার চেষ্টায় নেমেছে। আগে ওরা বলেছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে, তাতে হেরেছে। এখন নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার তালিকায় কারচুপি করছে। অন্য রাজ্যের ভোটারদের নাম ঢোকানো হচ্ছে, যেভাবে মহারাষ্ট্র ও দিল্লিতে ওরা জিতেছিল।”
তৃণমূলের মুখপাত্র দাবি করেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই কারচুপির চেষ্টা ধরে ফেলেছেন এবং পদক্ষেপ করছেন।”
কুণাল ঘোষ বলেন, “২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ২৫০ আসন নিয়ে তৃণমূল ফের ক্ষমতায় আসবে। মুখ্যমন্ত্রীর পদে পরিবর্তন হবে না। পরিবর্তন হবে বিরোধী দলনেতার পদে, কারণ বিজেপির হাতে সেই পদ ধরে রাখার মতো বিধায়কই থাকবে না।”