Sunday, October 12, 2025
Latestদেশ

দিল্লিতে তালিবানি বিদেশমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে নিষিদ্ধ মহিলা সাংবাদিকেরা, বিতর্ক তুঙ্গে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দিল্লিতে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠকে ঢুকতে দেওয়া হল না কোনও মহিলা সাংবাদিককে। ভারতের মাটিতে দাঁড়িয়ে নারী বিদ্বেষ। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে সর্বস্তরে। 

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর থেকেই দেশটিতে মহিলাদের উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি হয়েছে। তালিবান আফগানিস্তানে শরিয়ত আইন লাগু করেছে। মেয়েদের শিক্ষা, চাকরি, এমনকি একা বাইরে বেরোনোর অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মহল এই আচরণকে স্পষ্ট নারী নিপীড়ন বলে নিন্দা করলেও তালিবান তাদের অবস্থান থেকে সরেনি। সেই একই নারী-বিরোধী মানসিকতা এবার প্রতিফলিত হল ভারতের মাটিতেও, যেখানে তালিবানের বিদেশমন্ত্রী মুত্তাকির সাংবাদিক সম্মেলনে কোনও মহিলা সাংবাদিককেই ঢুকতে দেওয়া হয়নি।

ঘটনাটি ঘটে শুক্রবার, দিল্লিতে আফগান দূতাবাস প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করসহ বিদেশ মন্ত্রকের প্রতিনিধিরা।

বিরোধী দলগুলি বিষয়টি নিয়ে সরব হয়েছে। কংগ্রেস, তৃণমূল, সিপিএম-সহ ইন্ডিয়া জোটের একাধিক নেতা প্রশ্ন তুলেছেন— “ভারতের মাটিতে এমন নারী-বিরোধী আচরণ কীভাবে সহ্য করল কেন্দ্র? প্রধানমন্ত্রী মোদীর সরকার কি তবে তালিবানি মূল্যবোধকে সমর্থন করছে?”

বিতর্ক চরমে উঠতেই শনিবার প্রতিক্রিয়া জানায় বিদেশ মন্ত্রক। বিবৃতিতে জানানো হয়েছে, “শুক্রবার দিল্লিতে আফগান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকের বিষয়ে বিদেশ মন্ত্রকের কোনও হাত নেই। ওই বৈঠকের আয়োজন ও নীতিনির্ধারণ সম্পূর্ণ আফগান দূতাবাসের নিজস্ব বিষয়। দূতাবাসের ভিতরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে সংশ্লিষ্ট দেশের। এ ক্ষেত্রে বিষয়টি পুরোপুরি আফগানিস্তানের।”