Sunday, October 12, 2025
Latestদেশ

ইন্ডিয়া জোট থেকে প্রত্যাখ্যাত, বিহারে ১০০ আসনে একা লড়বে ওয়াইসির দল এআইএমআইএম

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নভেম্বরে বিহার বিধানসভা নির্বাচন। ভোটের আগে বড় রাজনৈতিক বার্তা দিল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)। ইন্ডিয়া জোটের থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর এবার একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। শনিবার এআইএমআইএম প্রধান ও হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি ঘোষণা করেন, ‘তার দল বিহারের ১০০টি আসনে প্রার্থী দেবে।’ গত নির্বাচনে মাত্র ২০টি আসনে লড়েছিল এআইএমআইএম।

ওয়াইসি জানান, বিহারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং আরজেডি-কংগ্রেসের মহাগঠবন্ধনের বাইরে একটি ‘তৃতীয় বিকল্প’ গড়ে তোলার চেষ্টা করছে তাঁর দল। তাঁর বক্তব্য, ‘বিহারের রাজনীতি বহুদিন ধরে দুই মেরুতে বিভক্ত। আমরা চাই, মানুষকে একটি বিকল্প রাজনীতি দেখাতে।’

এআইএমআইএম-এর বিহার রাজ্য সভাপতি আখতারুল ইমান বলেন, ‘আমরা ১০০ আসনে লড়ার প্রস্তুতি নিচ্ছি। এনডিএ ও মহাগঠবন্ধন উভয়কেই আমাদের অস্তিত্ব উপলব্ধি করতে বাধ্য করা হবে।’ তিনি অভিযোগ করেন, ‘২০২০ সালে আমাদের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ ভোট বিভক্ত করার অভিযোগ তুলেছিল মহাগঠবন্ধন। কিন্তু এবার সেই সুযোগ তারা পাবে না।’

আখতারুল ইমান জানান, ‘এআইএমআইএম মহাগঠবন্ধনের অংশ হতে চেয়েছিল, কিন্তু আরজেডি সভাপতি লালু প্রসাদ যাদব ও তেজস্বী যাদবের কাছে পাঠানো চিঠির কোনও জবাব মেলেনি।’ তার দাবি, ‘আমরা এখন সমমনস্ক দলগুলির সঙ্গে তৃতীয় ফ্রন্ট তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা করছি।’

উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে এআইএমআইএম উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর বিএসপি এবং উপেন্দ্র কুশওয়াহার আরএলএসপি-র সঙ্গে জোট বেঁধেছিল। সেই নির্বাচনে ২০টি আসনে লড়ে পাঁচটি আসনে জয় পায় এআইএমআইএম। যদিও পরে উপেন্দ্র কুশওয়াহা নিজের নতুন দল ‘রাষ্ট্রীয় লোক দল’ গঠন করে এনডিএ-তে যোগ দেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিহারের বেশ কয়েকটি আসনে মুসলিম ভোটারের আধিক্য থাকায় এআইএমআইএম-এর প্রভাব সেখানে উল্লেখযোগ্য হতে পারে। বিহারের মোট জনসংখ্যার প্রায় ১৭ শতাংশই মুসলিম, বিরাট বড় এই ভোটব্যাংককে কাজে লাগানোর চেষ্টা করছে এআইএমআইএম।

উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচন হবে দুই দফায়—৬ এবং ১১ নভেম্বর। ফল ঘোষণা ১৪ নভেম্বর। ভোটের আগেই ওয়াইসির এই ‘একা লড়াই’-এর ঘোষণা বিহারের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।