Sunday, October 12, 2025
Latestদেশ

৩৫,৪৪০ কোটি টাকার দুটি কৃষিপ্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দেশের কৃষিক্ষেত্রে গতি আনতে শনিবার দুটি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোট ৩৫,৪৪০ কোটি টাকার কৃষিপ্রকল্পের সূচনা করে প্রধানমন্ত্রী জানান, এই উদ্যোগ ভারতের কৃষি, পশুপালন, মৎস্য এবং খাদ্য প্রক্রিয়াকরণ খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

প্রধান প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল ডাল শস্যে আত্মনির্ভরতা মিশন, যার অধীনে ১১,৪৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য আগামী ৫ বছরের মধ্যে দেশের ডাল উৎপাদন ২৫২.৩৮ লক্ষ টন থেকে বাড়িয়ে ৩৫০ লক্ষ টনে পৌঁছে দেওয়া। এর ফলে ডাল আমদানির উপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়াও প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন ‘প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা’, যার জন্য বরাদ্দ হয়েছে ₹২৪,০০০ কোটি টাকা। পাশাপাশি কৃষি, পশুপালন, মৎস্যজীবী এবং খাদ্য প্রক্রিয়াকরণ খাতে ₹৫,৪৫০ কোটি টাকার প্রকল্প এবং ৮১৫ কোটি টাকার বিভিন্ন নতুন প্রকল্পের শিলান্যাসও করা হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, দুটি প্রধান প্রকল্পেরই ক্যাবিনেট অনুমোদন আগেই মিলেছে এবং এগুলি আগামী রবি মরশুম থেকেই কার্যকর হবে। তিনি বলেন, “কংগ্রেস নেতৃত্বাধীন আগের ইউপিএ সরকার যখন ক্ষমতায় ছিল, তখন কৃষিক্ষেত্র উপেক্ষিত ছিল। কিন্তু বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় আসার পর থেকেই কৃষি ও কৃষকের উন্নয়নই আমাদের অগ্রাধিকার। গত ১১ বছর ধরে আমরা কৃষকদের আত্মনির্ভর করার দিকেই কাজ করছি।”

বিশেষজ্ঞদের মতে, সরকারের এই নতুন উদ্যোগ ভারতের কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকেও শক্তিশালী করবে। ডাল উৎপাদনে আত্মনির্ভরতা অর্জন দেশের খাদ্য নিরাপত্তা এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করা হচ্ছে।