Sunday, October 12, 2025
Latestদেশ

সিকিউরিটি ক্যাবিনেটের বৈঠক থামিয়ে মোদীর সঙ্গে ফোনে কথা বললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে কথা বলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে। গাজা শান্তি পরিকল্পনার অগ্রগতির জন্য নেতানিয়াহুকে অভিনন্দন জানান মোদী। এর একদিন আগেই একই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলেছেন মোদী।

মোদী সোশ্যাল মিডিয়ায় লেখেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার অগ্রগতির জন্য অভিনন্দন জানাতে আমার বন্ধু প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করেছিলাম। আমরা বন্দিদের মুক্তি এবং গাজার জনগণকে উন্নত মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তিকে স্বাগত জানাই। আমি পুনর্ব্যক্ত করেছি যে কোনও রূপে সন্ত্রাসবাদ বিশ্বের কোথাও গ্রহণযোগ্য নয়।”

ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, ‘গাজায় যুদ্ধবিরতি এবং বন্দিদের মুক্তি চুক্তি নিয়ে আলোচনা চলাকালীনই নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের সময় মোদীর ফোন আসে। বৈঠক থামিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন বেঞ্জামিন নেতানিয়াহু। আলোচনায় দুই নেতা ইজরায়েল–ভারত বন্ধুত্ব আরও মজবুত করার অঙ্গীকার ব্যক্ত করেন। নেতানিয়াহু ভারতের ধারাবাহিক সমর্থনের জন্য মোদীকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখার আশ্বাস দেন।’

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকেও গাজা শান্তি পরিকল্পনা নিয়ে অভিনন্দন জানিয়েছেন মোদী। বুধবার সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে ‘ক্রেডিট’ দেন মোদী। পরে নিজেই ফোন করেন ট্রাম্প। সেই ফোনালাপের পর মোদী জানান, “আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বললাম। ঐতিহাসিক গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি। বাণিজ্য সংক্রান্ত আলোচনার যে অগ্রগতি হচ্ছে, তারও পর্যালোচনা করেছি। ভবিষ্যতেও যোগাযোগ বজায় রাখার বিষয়ে আমরা একমত হয়েছি।”

গত ১৬ সেপ্টেম্বরের পর এটিই ছিল মোদী ও ট্রাম্পের দ্বিতীয় ফোনালাপ। তবে এই কূটনৈতিক উষ্ণতার মাঝেই গাজা ইস্যুতে পাকিস্তানকে পাশে রাখেননি ট্রাম্প। শান্তিচুক্তি প্রসঙ্গে তিনি যে দেশগুলির নাম উল্লেখ করেছেন, তাতে পাকিস্তানের নাম নেই। যদিও এর আগে ইসলামাবাদ ট্রাম্প প্রশাসনের প্রতি সমর্থন জানিয়ে পরে দাবি করে, তারা গাজা শান্তি পরিকল্পনার সঙ্গে একমত নয়।