রাম মন্দির তৈরির কাজ শেষ, ২৫ নভেম্বর মূল মন্দিরের উপরে ২১ ফুট উঁচু ধ্বজা উত্তোলন করবেন মোদী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শেষ। সমাপ্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৫ নভেম্বর অযোধ্যায় মন্দিরের মূল চূড়ায় ২১ ফুট উঁচু ধ্বজা উত্তোলন করবেন। এই অনুষ্ঠানের মাধ্যমে রাম মন্দির নির্মাণের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, “প্রধানমন্ত্রী ২৫ নভেম্বর সম্মতি দিয়েছেন। নির্মাণ কাজের সমাপ্তি অনুষ্ঠানে মোদীর অংশগ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে।”
নৃপেন্দ্র মিশ্র বলেন, “প্রধানমন্ত্রীর ধ্বজা উত্তোলনের মাধ্যমে মন্দিরের নির্মাণকাজ সম্পূর্ণের ঘোষণা করা হবে এবং ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে।”
২৫ নভেম্বর রাম বিবাহ পঞ্চমী। ইতিমধ্যেই ধ্বজা উত্তোলনের প্রস্তুতি হিসেবে একাধিকবার পরীক্ষামূলক মহড়া করা হয়েছে। এর উদ্দেশ্য ছিল পতাকা ও তার খুঁটির কাঠামোটি যেন ঝড়ো হাওয়া ও খারাপ আবহাওয়ার মধ্যেও টিকে থাকতে পারে, তা নিশ্চিত করা।
ইঞ্জিনিয়াররা সব পরীক্ষা শেষে সিদ্ধান্ত নিয়েছেন যে পতাকাটি একটি ৩৬০-ডিগ্রি ঘূর্ণনক্ষম চেম্বারের (Rotating Chamber) উপর বসানো হবে। এই ঘূর্ণনব্যবস্থা পতাকার বল-বিয়ারিং (Ball Bearing) প্রযুক্তিতে তৈরি, যা পতাকাকে বাতাসের সঙ্গে ঘুরে নিতে সাহায্য করবে। ফলে প্রবল বাতাসে পতাকার ওপর চাপ কম পড়বে এবং ফাটা বা ক্ষয় হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যাবে।
এই প্রকল্পের পরীক্ষামূলক চালনা (Dry Run)-এ অংশ নিয়েছিল টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (TCS) এবং লার্সেন অ্যান্ড টুব্রো (L&T)। পরীক্ষায় দেখা হয়েছিল পতাকা ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগের বাতাস, বৃষ্টি এবং তীব্র রোদে কতটা স্থায়ী থাকে।
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ট্রাস্টি অনিল মিশ্র জানান, “পতাকাটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি ৩৬০ ডিগ্রি ঘুরতে পারবে। এর ফলে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতির ঝোড়ো হাওয়াতেও এটি টিকে থাকবে।”