Sunday, October 12, 2025
Latestদেশ

এয়ারফোর্স দিবসে ভারতীয় সেনার মেনুতে পাকিস্তানের বিভিন্ন শহরের নাম

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতীয় বায়ুসেনার ৯৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ডিনার যেন নিজেই এক প্রকার প্রতীকী ‘এয়ার স্ট্রাইক’। ৮ অক্টোবর আয়োজিত এই ঐতিহ্যবাহী এয়ার ফোর্স ডে ডিনারে বায়ুসেনার মেন্যুতেই রোস্ট করে ফেলেছেন পাকিস্তানকে!

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যাচ্ছে, এদিনের ডিনার মেন্যুতে প্রতিটি খাবারের নামই রাখা হয়েছে পাকিস্তানের শহর, ঘাঁটি বা এলাকায়, যেখানে সম্প্রতি ভারতীয় বিমান বাহিনী সফল অভিযান চালিয়েছে।

মেন্যুতে ছিল —

রাওয়ালপিন্ডি চিকেন টিক্কা মশলা

রফিকি রারা মাটন

ভোলারি পনির মেঠি মালাই

সুক্কুর শাম সাভেরা কোফতা

সারগোধা ডাল মাখানি

জ্যাকাবাবাদ মেওয়া পুলাভ

বাহাওয়ালপুর নান

মিষ্টির তালিকাতেও ছিল কৌশলী ‘মেসেজ’ —

বালাকোট তিরামিসু, মুজাফফরাবাদ কুলফি ফালুদা, এবং মুরিদকে সুইট পান।

এই মেন্যু তালিকা প্রকাশ্যে আসতেই তা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই মন্তব্য করেছেন — “এটাই প্রকৃত দেশপ্রেমের স্বাদ!” আবার কেউ কেউ বলেছেন, “যুদ্ধ জেতা শুধু আকাশে নয়, এবার ডিনার টেবিলেও!”

🇮🇳 পটভূমি: অপারেশন সিঁদুরের প্রতিশোধ

উল্লেখ্য, এই প্রতীকী মেন্যুর পেছনে রয়েছে বদলার প্রেক্ষাপট। গত ২২ এপ্রিল জম্মু–কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিরা ধর্ম জিজ্ঞেস করে ২৫ জন পর্যটক এবং এক স্থানীয়কে হত্যা করে। এর জবাবে ভারত ৬ মে গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তানের অন্তত নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয় — যার মধ্যে ছিল বাহাওয়ালপুর ও মুরিদকের মতো কুখ্যাত জঙ্গি প্রশিক্ষণ শিবির।

ঐ অভিযানে ভারতীয় বাহিনী প্রায় ১০০ জন জঙ্গিকে খতম করে, এবং পরবর্তীতে পাকিস্তান প্রতিশোধমূলক শেলিং শুরু করে সীমান্ত বরাবর। সেই গোলাবর্ষণে ভারতের অন্তত ১৬ জন নাগরিক নিহত হন।

✈️ ভারতের পাল্টা হামলা: ১১ ঘাঁটি ধ্বংস

১০ মে ভোররাতে ভারতীয় বায়ুসেনা আরও এক দফা হামলা চালায় পাকিস্তানের সামরিক অবকাঠামোর ওপর। বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং জানিয়েছেন, এই অভিযানে পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান — এফ-১৬ এবং জেএফ-১৭ শ্রেণির জেটসহ — ধ্বংস করা হয়।

তিনি বলেন, “আমাদের কাছে একটি সি-১৩০ বিমানের ধ্বংসাবশেষের চিহ্ন রয়েছে, এবং অন্তত চার থেকে পাঁচটি জেটও ধ্বংস হয়েছে। পাকিস্তানের রাডার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, হ্যাঙ্গার ও রানওয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

এয়ার চিফ আরও জানান, “ভারতের এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে ৩০০ কিলোমিটার দূরে থাকা একটি AEW&C (Airborne Early Warning and Control) এবং একটি SIGINT (Signal Intelligence) বিমানও ধ্বংস করা হয়েছিল।”

🎖️ ডিনার টেবিলে দেশপ্রেম

এই সাফল্যের রেশ নিয়েই সম্ভবত এয়ার ফোর্স ডে-র ডিনার আয়োজন। সেখানে খাবারের নামের মধ্য দিয়েই ভারতীয় বায়ুসেনা যেন ‘কুলিনারি কাউন্টার-স্ট্রাইক’ চালিয়েছে।

এক বায়ুসেনা আধিকারিক মজা করে বলেন, “আমরা শুধু আকাশে নয়, এখন পাক মাটির নামেই খাবার পরিবেশন করি। ওদের নাম এখন আমাদের বিজয়ের প্রতীক।”

📸 সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া

ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে উৎসাহ তুঙ্গে। কেউ লিখেছেন — “এই মেন্যু একাই পাকিস্তানের মনোবল ধ্বংস করবে।”

অন্য একজন মন্তব্য করেছেন —“ইন্ডিয়ান এয়ার ফোর্স শুধু আকাশে রাজ করে না, ডিনার টেবিলেও ‘মিশন সাকসেস’।”