Sunday, October 12, 2025
Latestআন্তর্জাতিক

পাক সেনার কনভয়ে জঙ্গি হামলা, নিহত ১১ জওয়ান

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানে ফের রক্ত ঝরল জঙ্গি হামলায়। আফগান সীমান্তসংলগ্ন কুর্ম জেলায় পাক সেনার কনভয়কে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালানো হয়েছে। ঘটনায় অন্তত ১১ জন সেনা সদস্যের মৃত্যু হয়েছে, যার মধ্যে রয়েছেন ৯ জন জওয়ান ও ২ জন কর্মকর্তা।

হামলার বিবরণ

স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে পাকিস্তান সেনার একটি কনভয় উত্তর-পশ্চিমাঞ্চলের কুর্ম জেলার মধ্য দিয়ে এগোচ্ছিল। সেই সময় রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণ ঘটে। তাতেই প্রথম আঘাত আসে কনভয়ের উপর। এরপর, আশেপাশে ওঁত পেতে থাকা জঙ্গিরা নির্বিচারে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় সেনারাও, কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। রয়টার্স জানিয়েছে, হামলায় মৃত সেনার সংখ্যা আরও বাড়তে পারে।

পাকিস্তান সেনার দাবি

হামলার পর পাকিস্তান সেনাবাহিনী এক প্রেস বিবৃতি জারি করে জানায়, অভিযানে ১৯ জন সন্ত্রাসীকে খতম করা হয়েছে। পাশাপাশি, হামলায় জড়িত আরও কেউ লুকিয়ে থাকলে তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

অভ্যন্তরীণ সংকটে জর্জরিত পাকিস্তান

বিগত কয়েক মাস ধরে ঘরোয়া অশান্তিতে জেরবার পাকিস্তান। পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। প্রায়শই স্বাধীনতার দাবিতে আন্দোলন গড়ে উঠছে ওই অঞ্চলে। সাধারণ নাগরিকদের উপর পাকিস্তান সেনার অত্যাচারের অভিযোগ দীর্ঘদিনের। অনেক ক্ষেত্রে সেই অত্যাচারেরই পাল্টা হিসাবে বিদ্রোহীরা সেনার উপর হামলা চালাচ্ছে বলে স্থানীয়দের দাবি।

আফগান সীমান্তেও উত্তেজনা

অন্যদিকে, আফগানিস্তানে তালিবান সরকারের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কও তলানিতে। নিয়মিত সীমান্ত সংঘর্ষ এবং জঙ্গি অনুপ্রবেশের ঘটনায় দুই দেশের মধ্যে অবিশ্বাস বেড়েই চলেছে। আফগান সীমান্তে পাকিস্তানি সেনারা প্রায়ই জঙ্গি হামলার শিকার হচ্ছেন।

উদ্বেগে ইসলামাবাদ

ঘনঘন জঙ্গি হামলা ও সীমান্ত অশান্তিতে দিশেহারা পাকিস্তান সেনা। প্রশাসনিক ব্যর্থতা এবং গোয়েন্দা ত্রুটির অভিযোগও উঠছে সেনার বিরুদ্ধে। বিশ্লেষকদের মতে, ঘরের ভিতরের এই অস্থিরতা এখন পাকিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।