Sunday, October 12, 2025
Latestআন্তর্জাতিক

Paul Kapur : ভারতীয় বংশোদ্ভূত পল কাপুরকে আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সেক্রেটারি নির্বাচিত করলো মার্কিন সিনেট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অধ্যাপক ও পরমাণু নিরাপত্তা বিশেষজ্ঞ পল কাপুরকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সেক্রেটারি অফ স্টেট পদে মনোনীত করেছে মার্কিন সিনেট। তিনি এই পদে ডোনাল্ড লু-এর স্থলাভিষিক্ত হচ্ছেন। সোমবার (৭ অক্টোবর) স্থানীয় সময় সিনেটে তাঁর নিয়োগ চূড়ান্তভাবে অনুমোদিত হয়। বিষয়টি ইউনাইটেড স্টেটস সিনেটের সরকারি ওয়েবসাইটে নিশ্চিত করা হয়েছে।

পল কাপুর দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও নিরাপত্তা নীতিনির্ধারণী মহলে পরিচিত নাম। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌ স্নাতকোত্তর বিদ্যালয়ের অধ্যাপক এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হুভার ইনস্টিটিউশনে ভিজিটিং স্কলার হিসেবে কাজ করেছেন। তাঁর গবেষণার মূল ক্ষেত্র পরমাণু প্রতিরোধ, ইসলামপন্থী উগ্রবাদ, দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা কাঠামো।

নিয়োগ অনুমোদনের পর সিনেটে বক্তব্য রাখতে গিয়ে কাপুর বলেন, “আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমার জীবনের এক পূর্ণচক্রের অনুভূতি হচ্ছে। আমি জন্মেছি নয়াদিল্লিতে, একজন ভারতীয় পিতা ও একজন মার্কিন মায়ের সন্তান হিসেবে। শৈশবে প্রায়ই ভারতে যেতাম, কিন্তু সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রেই বেড়ে উঠেছি। কখনও ভাবিনি, আমার কর্মজীবন একদিন আমাকে জন্মভূমিতে ফিরিয়ে আনবে।”

দক্ষিণ এশিয়ার রাজনীতি ও নিরাপত্তা বিষয়ে গভীর জ্ঞানসম্পন্ন কাপুর যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে দীর্ঘদিন ধরেই কাজ করে আসছেন। তিনি ট্র্যাক ওয়ান পয়েন্ট ফাইভ কূটনীতিয় সক্রিয় অংশগ্রহণকারী — যা সরকারি ও বেসরকারি সংলাপের মধ্যে সেতুবন্ধন তৈরি করে।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ ও মধ্য এশিয়ার পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতিতে কাপুরের নিয়োগ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে নতুন গতি আনবে। বিশেষত, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করতে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।