Sunday, October 12, 2025
Latestরাজ্য​

বাংলাদেশের আমির হামজা ভারতে সঞ্জয় মণ্ডল, বারুইপুর থেকে গ্রেফতার অনুপ্রবেশকারী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ১১ বছর আগে বাংলাদেশ থেকে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করেছিল আমির হামজা। নাম-পরিচয় বদলে নির্বিঘ্নে বসবাস করছিলেন দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি সোলগোয়ালিয়া এলাকায়। অবশেষে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাকে গ্রেফতার করলো বারুইপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আমির হামজা। ভারতে ঢোকার পর তিনি পরিচয় বদলে করেছিল সঞ্জয় মণ্ডল। স্থানীয় সূত্রে খবর, চম্পাহাটিতে দীর্ঘদিন ধরে সাধারণ শ্রমিকের কাজ করতেন তিনি। এলাকার বিভিন্ন বিল্ডার্স ও দোকানে শ্রমিক হিসেবে যুক্ত ছিলেন। ফলে, স্থানীয়দের কাছে তিনি ছিলেন একেবারেই সাধারণ মানুষ। তার আসল পরিচয় সম্পর্কে কেউই কিছু জানত না।

তদন্তে উঠে এসেছে, ২০১৪ সালে বসিরহাট সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন আমির। সেই সময় বসিরহাটের বাসিন্দা গোষ্ঠ মণ্ডল, আমিরকে সহায়তা করেন। গোষ্ঠ মণ্ডলের মাধ্যমেই জাল নথি তৈরি করে নাম পরিবর্তনের পর পান ভোটার কার্ডও। এরপর থেকে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতেই বসবাস শুরু করেন।

পুলিশ জানিয়েছে, ধৃত আমিরের আসল পরিবার এখনও বাংলাদেশেই রয়েছে। ভারতে থেকে নিয়মিত মাকে টাকা পাঠাতেন তিনি। প্রশ্ন উঠছে, ভুয়ো পরিচয়ে প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে তিনি এত সহজে ভারতে বসবাস করতে পারলেন।

বারুইপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, “ধৃত ব্যক্তির সমস্ত নথি আমরা জব্দ করেছি। তিনি কীভাবে জাল পরিচয়পত্র তৈরি করলেন এবং কারা তাকে সাহায্য করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।”

পুলিশ আরও জানায়, ধৃতের সঙ্গে কোনও বিদেশি বা অনুপ্রবেশকারী যুক্ত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বহু বছরের পরিচিত ‘সঞ্জয় মণ্ডল’-এর আসল নাম ও নাগরিকত্ব প্রকাশ্যে আসতেই হতভম্ব এলাকার মানুষ।