Saturday, October 4, 2025
Latestদেশ

সরকারি কাজে এখন থেকে Zoho Office Suite ব্যবহার করতে হবে, নির্দেশ শিক্ষামন্ত্রকের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আত্মনির্ভর ভারত ও স্বদেশি আন্দোলনের ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, শিক্ষা মন্ত্রকের সমস্ত আধিকারিক ও কর্মীদের এখন থেকে সমস্ত সরকারি নথি, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন তৈরির কাজে জোহো অফিস সুইট (Zoho Office Suite) ব্যবহার করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জোহোর দেশীয় প্রযুক্তি নির্ভর প্রোডাক্টিভিটি টুলস গ্রহণের মাধ্যমে আমরা ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষার পথে এক সাহসী পদক্ষেপ নিচ্ছি। এর ফলে স্বদেশি উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে, নিরাপদ থাকবে সরকারি তথ্য, আর দেশ আরও এক ধাপ এগোবে আত্মনির্ভর ভবিষ্যতের দিকে।”

শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা দফতরের জারি করা ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিদেশি সফটওয়্যারের উপর নির্ভরশীলতা কমাতে এবং ভারতীয় ডিজিটাল পণ্যের ব্যবহার ও বিকাশ বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে ভারত আত্মনির্ভর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।

সরকারি নির্দেশ অনুযায়ী, এখন থেকে সমস্ত দফতরের আধিকারিকদের Zoho Writer (ডকুমেন্ট তৈরির টুল), Zoho Sheet (স্প্রেডশিট) এবং Zoho Show (প্রেজেন্টেশন) ব্যবহার করতে হবে। সব কাজই সেভ হবে ক্লাউড-ভিত্তিক Zoho WorkDrive-এ, ফলে যেকোনও সময় যেকোনও জায়গা থেকে কাজের অ্যাক্সেস পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, Zoho ইতিমধ্যেই NIC মেল সিস্টেমের সঙ্গে ইন্টিগ্রেটেড করা হয়েছে। ফলে আলাদা করে লগ-ইন বা সফটওয়্যার ইনস্টলেশনের প্রয়োজন হবে না। এক্ষেত্রে CMIS/NIC বিভাগ প্রযুক্তিগত সহায়তা এবং অনবোর্ডিং পরিষেবা দেবে।

শিক্ষা মন্ত্রক জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে তারা কেবলমাত্র তথ্য নিরাপত্তাকেই অগ্রাধিকার দিচ্ছে না, বরং দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনকে জোরদার করে ডিজিটাল স্বায়ত্তশাসনকেও শক্তিশালী করছে। কর্মকর্তাদের মতে, এটি ভারতের জন্য এক “সাহসী সিদ্ধান্ত” যা বিদেশি সফটওয়্যারের উপর নির্ভরশীলতা কমিয়ে এক নিরাপদ, স্কেলযোগ্য ও দেশীয় আইটি ইকোসিস্টেম গড়ে তুলতে সাহায্য করবে।

এই আদেশে ডিজিটাল স্বাক্ষর করেছেন নিশান্ত উপাধ্যায়, শিক্ষা মন্ত্রকের আন্ডার সেক্রেটারি। এটি শিক্ষা মন্ত্রীর, প্রতিমন্ত্রী (এসএম), প্রতিমন্ত্রী (জেসি)-র ব্যক্তিগত সচিবদের পাশাপাশি মন্ত্রকের অন্যান্য শীর্ষ আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে।