Saturday, October 4, 2025
Latestদেশ

ছত্তিশগড়ে একদিনে আত্মসমর্পণ করলেন ১০৩ মাওবাদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ছত্তিশগড়ে ফের বড় আকারে মাওবাদীদের আত্মসমর্পণ। বৃহস্পতিবার রাজ্যের বিলাসপুর জেলায় মোট ১০৩ জন মাওবাদী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তাঁদের মধ্যে ৪৯ জনের মাথার দাম ছিল এক কোটিরও বেশি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মসমর্পণকারীদের মধ্যে ২২ জন মহিলা। ছত্তিশগড় পুলিশের দাবি, সকলে মাওবাদী আদর্শের প্রতি আস্থা হারিয়ে ‘মূল স্রোতে’ ফিরতে চাইছেন। একই মত প্রকাশ করেছে সিআরপিএফও। বিজাপুর জেলার পুলিশ সুপার জিতেন্দ্রকুমার যাদব বলেন, “২২ জন মহিলা-সহ মোট ১০৩ জন মাওবাদী সংগঠনের ভেতরের মতপার্থক্য ও নেতাদের কর্মকাণ্ডে হতাশ হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তাঁদের মতে মাওবাদী আদর্শ ফাঁপা‌।”

আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মাওবাদী নেতা। এদের মধ্যে লাছু পুনেম ওরফে সন্তোষ (৩৬) ছিলেন সংগঠনের বিভাগীয় কমিটির সদস্য। পাশাপাশি ৩০ বছরের গুড্ডু ফরসা, ৪৫ বছরের ভীমা সোধি, ২৬ বছরের হিদমে ফরসা এবং ২৭ বছরের সুখমতি ওয়ামও দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন। প্রত্যেককে ধরিয়ে দিলে পুলিশের তরফে ৮ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

বিজাপুরের পুলিশ সুপারের দাবি, বস্তার অঞ্চলে সরকারের উন্নয়নমূলক প্রকল্পে মাওবাদীদের বড় অংশ মুগ্ধ হয়ে অস্ত্র ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী দিনে আরও মাওবাদী স্বেচ্ছায় ‘মূল স্রোতে’ ফিরবেন। তাঁর কথায়, “সরকারের পুনর্বাসন নীতির শর্তাবলী এবং প্রত্যন্ত এলাকায় উন্নয়নমূলক কাজ মাওবাদীদের হিংসার পথ ছাড়তে উদ্বুদ্ধ করছে। পরিবারও চাইছে তাঁরা স্বাভাবিক জীবনে ফিরুন।”

চলতি বছরে শুধু বিজাপুর জেলাতেই এখন পর্যন্ত ৪১০ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। পাশাপাশি মাওবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও ৪২১ জনকে। আত্মসমর্পণকারী প্রত্যেককে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে, এবং সরকারি নিয়ম অনুযায়ী তাঁদের পুনর্বাসনের সুবিধা দেওয়া হবে।