বিসিসিআইয়ের চাপে UAE বোর্ডের হাতে এশিয়া কাপের ট্রফি তুলে দিলেন নকভি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এশিয়া কাপ জয়ের পরও ভারতীয় দলের হাতে এখনও পৌঁছোয়নি ট্রফি। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত চাপের মুখে পাকিস্তানের মন্ত্রী তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নকভি শেষ সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেট বোর্ডের হাতে ট্রফিটি তুলে দিয়েছেন। তবে ভারতের হাতে কবে এবং কীভাবে সেই ট্রফি পৌঁছবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে।
নকভি বিসিসিআইয়ের চাপের মুখে ট্রফি নিয়ে ক্ষমা চাইতেও বাধ্য হয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে এখনও মুখ খোলেনি এসিসি বা বিসিসিআই।
বিতর্কিত শর্ত
ট্রফি হস্তান্তরের আগে অদ্ভুত তথ্য প্রকাশ্যে আসে। একাধিক রিপোর্টে দাবি, নকভি নাকি শর্ত দিয়েছিলেন যে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে এসিসি অফিসে গিয়ে সরাসরি তাঁর হাত থেকে ট্রফি নিতে হবে। ক্রিকেট মহলের ধারণা, এমন শর্ত সূর্যকুমার মেনে নেবেন না বলেই বিসিসিআই সরাসরি আপত্তি তোলে।
বিসিসিআইয়ের কড়া অবস্থান
ভারতীয় বোর্ড ইতিমধ্যেই স্পষ্ট করেছে, নির্ধারিত সময়সীমার মধ্যে যদি ট্রফি ভারতীয় দলের হাতে তুলে না দেওয়া হয়, তবে বিষয়টি আইসিসি-র কাছে নিয়ে যাওয়া হবে। ভার্চুয়াল বৈঠকে নকভিকে কার্যত কোণঠাসা করে বিসিসিআই।
এসিসি বৈঠকে ভারতের অবস্থান
এসিসির বার্ষিক সাধারণ সভায় ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা এবং প্রাক্তন কোষাধ্যক্ষ আশিষ শেলার। চাপের মুখে অবশেষে ট্রফি সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেট বোর্ডের হাতে তুলে দিয়েছেন নকভি।