পাকিস্তানে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৮, আহত ১৯ জন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ভয়াবহ গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি (এফসি) সদর দপ্তরের বাইরে ব্যস্ত রাস্তায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত এবং ১৯ জনেরও বেশি আহত হন, কর্মকর্তারা জানিয়েছেন।
বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন এবং সতর্ক করেছেন যে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মডেল টাউন এবং সংলগ্ন এলাকা জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়, এতে ঘরবাড়ি এবং বাণিজ্যিক ভবনের জানালার কাঁচ ভেঙে যায়। এর পরপরই গুলির শব্দ শোনা যায়। এরফলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের কোয়েটার সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
বাসিন্দারা জানিয়েছেন যে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এর শব্দ কয়েক মাইল দূর পর্যন্ত শোনা গিয়েছিল।
এখনও কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে সন্দেহ করা হচ্ছে যে বিদ্রোহ-কবলিত বেলুচিস্তানে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি এই হামলা চালাতে পারে।