এশিয়া কাপে নিজের পুরো ম্যাচ ফি ভারতীয় সেনাকে দেওয়ার ঘোষণা সূর্যকুমারের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে আবারও শিরোপা জিতল ভারত। তবে ফাইনালের পর আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে তৈরি হয় নাটকীয়তা। ট্রফি ছাড়াই মাঠ ছাড়েন ভারতীয় ক্রিকেটাররা।
ম্যাচ শেষে প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ব্যক্তিগত পুরস্কারের বেশিরভাগই জেতেন ভারতীয় ক্রিকেটাররা, এবং সেগুলো প্রত্যেকে নিজে নিজে গ্রহণ করেন। এরপর পাকিস্তানের খেলোয়াড়দের মঞ্চে ডেকে মেডেল প্রদান করেন বিসিবি সভাপতি বুলবুল।
কিন্তু ভারতীয় দলের হাতে এশিয়া কাপের মূল ট্রফি তুলে দেনোর সময় পরিস্থিতি পাল্টে যায়। ভারতীয় ক্রিকেটাররা মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকার করে এবং মাঠ ছেড়ে চলে আসেন। ফলে শিরোপা জয়ের পরও ট্রফি ছাড়াই ড্রেসিংরুমে ফেরেন টিম ইন্ডিয়া।
সংবাদ সম্মেলনে এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। পাশাপাশি তিনি জানান এক মহৎ সিদ্ধান্তের কথা। সূর্যকুমার ঘোষণা দেন, এবারের এশিয়া কাপে খেলা তার সব ম্যাচের ম্যাচ ফি তিনি দান করবেন ভারতীয় সেনাবাহিনীকে। তিনি বলেন, “আমি আমার সব ম্যাচের ম্যাচ ফি ভারতীয় আর্মিকে দিচ্ছি।”