Saturday, October 4, 2025
Latestআন্তর্জাতিক

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য মনে করেন না ৭৬ শতাংশ আমেরিকান, বলছে সমীক্ষা

কলকাতা ট্রিবিউন ডেস্ক:  ওয়াশিংটন পোস্ট ও ইপসস পরিচালিত এক সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৭৬ শতাংশ নাগরিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য উপযুক্ত মনে করেন না। 

সমীক্ষা অনুযায়ী, প্রতি চারজনের মধ্যে তিনজন বা মোট ৭৬ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, ট্রাম্প এই মর্যাদাপূর্ণ পুরস্কারের যোগ্য নন। মাত্র ২২ শতাংশ অংশগ্রহণকারী বিপরীত মত প্রকাশ করেছেন।

১১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চালানো এই জরিপে ২ হাজার ৫১৩ জন আমেরিকান অংশ নেন। ট্রাম্পের দলের ভেতরেও এ বিষয়ে তীব্র বিভক্তি ধরা পড়ে। রিপাবলিকান ভোটারদের মধ্যে ৪৯ শতাংশ ট্রাম্পকে উপযুক্ত মনে করলেও সমান সংখ্যক রিপাবলিকান জানিয়েছেন, তিনি যোগ্য নন।

এমনকি প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার নোবেল পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। ৫৪ শতাংশ মানুষ জানিয়েছেন, ২০০৯ সালে ওবামা যে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন, তিনি তার যোগ্য ছিলেন না।

উল্লেখ্য, ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, ভারত-পাকিস্তান সংকটকালে ট্রাম্পের কূটনৈতিক ভূমিকা এবং নেতৃত্বই তাকে এ মনোনয়নের যোগ্য করে তুলেছে। শুধু পাকিস্তানই নয়, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও সরাসরি মনোনয়নপত্র জমা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের নামে।

ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ দাবি করেছেন, প্রেসিডেন্ট এখন পর্যন্ত ৭টি যুদ্ধ বন্ধ করেছেন। তার মতে, এই অর্জনই প্রমাণ করে যে ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের প্রকৃত দাবিদার।

তবে সমালোচকদের মতে, ট্রাম্পের প্রশাসনিক পদক্ষেপ এবং পররাষ্ট্রনীতির বিতর্কিত অবস্থান বরং শান্তি নয়, সংঘাতকেই উসকে দিয়েছে। ট্রাম্প যুদ্ধ বন্ধ নয়, কোল্ড ওয়ার চালাচ্ছেন। 

তথ্যসূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট