Sunday, October 5, 2025
Latestদেশ

‘সন্ত্রাসবাদকে মহান করে দেখানোর চেষ্টা, লাদেনকে আশ্রয়’, ফের রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে কড়া আক্রমণ ভারতের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৮০তম সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বক্তব্যের কড়া জবাব দিল ভারত। শনিবার ভারতের প্রতিনিধি পেটাল গেহলট শরিফের মন্তব্যকে ‘অদ্ভুত নাটক’ আখ্যা দিয়ে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের অবস্থানকেও আক্রমণ করেন। তিনি মনে করিয়ে দেন, পাকিস্তানের মাটিতেই বছরের পর বছর আশ্রয় দিয়েছিল কুখ্যাত জঙ্গিনেতা ওসামা বিন লাদেনকে।

পাকিস্তানের অভিযোগ ও ভারতের পাল্টা সওয়াল

এর আগে সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে শাহবাজ শরিফ কাশ্মীর প্রসঙ্গ টেনে ভারতের সমালোচনা করেন। তিনি দাবি করেন, “কাশ্মীরে ভারতের অত্যাচার একদিন বন্ধ হবেই। পাকিস্তান সর্বদা কাশ্মীরি জনগণের পাশে আছে।” পাশাপাশি সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন ভঙ্গ বলে অভিযুক্ত করেন তিনি।

ভারতের প্রতিনিধি পেটাল গেহলট স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তান সন্ত্রাসবাদকে মহিমান্বিত করার চেষ্টা করছে। তিনি বলেন, “কোনও নাটক বা মিথ্যাভাষণ দিয়ে সত্যকে ঢেকে রাখা যাবে না। পাকিস্তান যে সন্ত্রাসবাদকে বিদেশনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, তার নজির একাধিকবার বিশ্ব দেখেছে।”

পহেলগাঁও হামলার প্রসঙ্গ

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার উদাহরণ টেনে ভারতের প্রতিনিধি পাকিস্তানের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, “এটাই সেই পাকিস্তান, যারা ২৫ এপ্রিল নিরাপত্তা পরিষদে ভারতের পর্যটকদের উপর বর্বর হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানপন্থী জঙ্গি সংগঠনকে রক্ষা করার চেষ্টা করেছিল।”

সন্ত্রাসবাদে পাকিস্তানের অতীত

ভারতের প্রতিনিধি মনে করিয়ে দেন, পাকিস্তান বহুদিন ধরে জঙ্গিদের মদত দিয়ে আসছে। শুধু তাই নয়, কুখ্যাত জঙ্গিনেতা ওসামা বিন লাদেনকেও আশ্রয় দিয়েছিল পাকিস্তান।

বর্তমানে নিউ ইয়র্কে চলছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা সেখানে নিজেদের মতামত তুলে ধরছেন। ভারতের পক্ষ থেকে এই সম্মেলনে যোগ দিয়েছেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর।