Monday, October 6, 2025
Latestদেশ

বয়স্ক বাবা-মায়ের দেখাশোনা না করলে সন্তানদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবে: সুপ্রিম কোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। নিজেদের সন্তান যদি বয়স্ক বাবা-মায়ের দেখাশোনা না-করেন, তবে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করার অধিকার রয়েছে প্রবীণদের। সম্প্রতি এক মামলায় সেই অধিকার স্পষ্ট করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

৮০ বছর বয়সী এক বৃদ্ধ ও তাঁর ৭৮ বছর বয়সী স্ত্রী আদালতে মামলা দায়ের করেন। দম্পতির অভিযোগ, তাঁদের বড় ছেলে আর্থিক ভাবে সচ্ছল এবং ব্যবসা করলেও বাবা-মায়ের দায়িত্ব পালন করেন না। মুম্বাইয়ে দম্পতির নামে দু’টি বাড়ি রয়েছে, যা বর্তমানে ব্যবহার করছেন তাঁদের ছেলে। অভিযোগ, বাবা-মা চাইলে সেই বাড়িতে তাঁদের থাকতে দিতেও অস্বীকার করেন তিনি।

২০২৩ সালের জুলাই মাসে প্রবীণ নাগরিকদের সুরক্ষা আইন অনুসারে ট্রাইব্যুনালে মামলা করেন দম্পতি। তাঁরা ছেলের কাছ থেকে ভরণপোষণ বাবদ অর্থ দাবি করার পাশাপাশি মুম্বাইয়ের বাড়ি থেকে তাঁকে উচ্ছেদের আবেদনও জানান। গত বছরের জুনে ট্রাইব্যুনাল নির্দেশ দেয়, ছেলেকে ওই বাড়ি ছাড়তে হবে এবং মাসে ৩০০০ টাকা করে বাবা-মাকে দিতে হবে।

তবে এই রায়কে চ্যালেঞ্জ করে বড় ছেলে বম্বে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, ছেলের বয়স ষাটের উপরে হওয়ায় তাঁকে বাড়ি থেকে উচ্ছেদের নির্দেশ প্রযোজ্য নয়। কিন্তু সুপ্রিম কোর্ট জানায়, মামলা দায়েরের সময়ে (জুলাই ২০২৩) ছেলের বয়স ছিল ৫৯ বছর। তাই তাঁকে প্রবীণ নাগরিক হিসাবে বিবেচনা করার সুযোগ নেই।

ফলে হাইকোর্টের রায় খারিজ করে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ৩০ নভেম্বরের মধ্যে বাড়ি ছাড়তে হবে ছেলেকে। আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে লিখিতভাবে আদালতকে জানাতেও হবে।

সুপ্রিম কোর্টের এই রায় স্পষ্ট করল, প্রবীণ নাগরিকদের সুরক্ষা আইনের আওতায় বাবা-মায়ের দেখাশোনা না করলে সন্তানকে আইনত উচ্ছেদ করা যাবে।